১০১ বছরের পুরনো ঐতিহ্য! বড় মা কালী পুজোর কাঠামো পুজো দিয়ে শুরু হলো কালী পুজোর সূচনা!
এই বছর নৈহাটির বড় মা কালী পুজো নিজের ১০১ তম বছরে পদার্পণ করে। প্রাচীন রীতি অনুযায়ী নৈহাটি বড় মা কালী পুজোর কাঠামো পুজো আয়োজিত হয় আজ। সেই রীতি মেনেই নৈহাটি অরবিন্দ রোডের ওপর বড় মা কালী মন্দিরের সামনেই এই কাঠামো পুজো হচ্ছে।
এই বছর নৈহাটির বড় মা কালী পুজো নিজের ১০১ তম বছরে পদার্পণ করে। প্রাচীন রীতি অনুযায়ী নৈহাটি বড় মা কালী পুজোর কাঠামো পুজো আয়োজিত হয় আজ। সেই রীতি মেনেই নৈহাটি অরবিন্দ রোডের ওপর বড় মা কালী মন্দিরের সামনেই এই কাঠামো পুজো হচ্ছে। প্রায় ২২ ফুট উচ্চতা এই বড় মা কালী মূর্তি।