ভোর রাতে নিউটাউনের শাপুরজির মোড়ে বাজারে ভয়াবহ আগুনে পুড়ে ছাই ১৫ টি দোকান

ভোর রাতে নিউটাউনের শাপুরজির মোড়ে বাজারে ভয়াবহ আগুন। পুড়ে ছাই অন্তত ১৫টি দোকান। গতকাল রাত ৩টে নাগাদ শাপুরজির মোড়ে বাজারে লাগে।

/ Updated: Feb 11 2023, 02:18 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

ভোর রাতে নিউটাউনের শাপুরজির মোড়ে বাজারে ভয়াবহ আগুন। পুড়ে ছাই অন্তত ১৫টি দোকান। গতকাল রাত ৩টে নাগাদ শাপুরজির মোড়ে বাজারে লাগে। একের পর এক গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এরপরেই এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।  দমকলের ৪টি ইঞ্জিন ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বাজারের ওপর দিয়েই গিয়েছে হাইটেনশন তার। স্থানীয়দের অনুমান, সেই তার ছিঁড়েই কোনওভাবে আগুন লেগেছে।