জয়নগর : সন্দেশখালিতে নৌকোর মধ্যে লুকিয়ে ছিল! আজ হরিণঘাটার দিকে পালাচ্ছিল, দাবী পুলিশের

‘গত ৩ দিনে পুলিশের অভিযানে সাফল্য। মোবাইল টাওয়ার লোকেশন থেকেই আমরা অভিযুক্তের খোঁজ পাই। একটি গাড়ি করে তারা পালানোর চেষ্টা করছিল অন্যত্র। রাণাঘাট থানার পুলিশ আনিসুর রহমান লস্কর ও কামাল উদ্দিন ঢালিকে আটক করে।’

/ Updated: Nov 16 2023, 11:41 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

'গত ৩ দিনে পুলিশের অভিযানে সাফল্য। মোবাইল টাওয়ার লোকেশন থেকেই আমরা অভিযুক্তের খোঁজ পাই। একটি গাড়ি করে তারা পালানোর চেষ্টা করছিল অন্যত্র। রাণাঘাট থানার পুলিশ আনিসুর রহমান লস্কর ও কামাল উদ্দিন ঢালিকে আটক করে। ধৃতরা খুনের কথা স্বীকার করেছে। খুনের পরেই এরা লুকিয়ে ছিল সন্দেশখালিতে। সেখানে রামপুরে নৌকার মধ্যেই রাত কাটিয়েছিল তারা। এরপরে এদিন তারা হরিণঘাটার দিকে পালাচ্ছিল। তৃণমূল নেতাকে গুলি করেছে শাহারুল শেখ। খুনের ঘটনায় এখনও পর্যন্ত ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।' জানালেন দক্ষিণ চব্বিশ পরগনার পুলিশ সুপার।