- Home
- West Bengal
- West Bengal News
- 21 July: ২১ জুলাই কি সরকারি ছুটি, বন্ধ থাকবে সরকারি দফতর? জানুন কী বলছে নবান্ন
21 July: ২১ জুলাই কি সরকারি ছুটি, বন্ধ থাকবে সরকারি দফতর? জানুন কী বলছে নবান্ন
২১ জুলাই, সোমবার- তৃণমূল কংগ্রেসের শহিদ দিবস। জোরদার পালন করা হয় প্রতিবারের মত এবারও প্রস্তুতি তুঙ্গে।

২১ জুলাই, সোমবার- তৃণমূল কংগ্রেসের শহিদ দিবস। জোরদার পালন করা হয় প্রতিবারের মত এবারও প্রস্তুতি তুঙ্গে।
এবার সোমবার, অর্থাৎ সপ্তাহের প্রথম দিনই পড়েছে ২১ জুলাই। তাই প্রশ্ন ২১ জুলাই কী সরকারি ছুটি থাকবে।
তৃণমূল কংগ্রেসের শহিদ দিবস পালন করা হয় ধর্মতলা। কলকাতা প্রায় প্রাণকেন্দ্র এই ধর্মতলায়। ১৯৯৩ সালের পর থেকে প্রতিবছরই এই দিনটি গুরুত্ব দিয়ে পালন করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
২১ জুলাই বর্তমান রাজ্য সরকার গুরুত্ব দিয়ে পালন করে। তাই রাজ্য সরকার এই দিনটি ছুটি দেয় কিনা তাই নিয়েই প্রশ্ন।
এই বিষয়ে অর্থ দফতর কোনও ছুটি ঘোষণা করেনি। রাজ্য সরকারের সমস্ত দফতরই খোলা থাকবে।
নবান্ন সূত্রের খবর, অর্থ দফতর জানিয়েছে, কলকাতায় বিশাল জনসমাগম হবে। ব্যাপক যনজটের সম্ভাবনা রয়েছে। স্বাভাবিক জীবনযাত্রা ব্যহত হতে পারে। কলকাতা ও সংলগ্ন অফিসগুলি নির্দিষ্ট সময়ের পরে বন্ধ ঘোষণা করা যেতে পারে। কর্মীরা তীব্র যানজটের আগেই বাড়ি যেতে পারেন।
কিছু ক্ষেত্রে, নির্দিষ্ট সরকারি বিভাগ বা অফিস তাদের কর্মীদের সুবিধার্থে প্রাথমিক ছুটি মঞ্জুর করার জন্য অভ্যন্তরীণভাবে সিদ্ধান্ত নিতে পারে।
তবে সরকারি কর্মীদের উচিৎ নবান্নের জারি করা বিজ্ঞপ্তির ওপর নজর রাখা। এই প্রতিবেদন তথ্য সরবরাহের জন্য
২১ জুলাই উপলক্ষ্যের কলকাতার কয়েকটি স্কুল বন্ধ রাখার কথা ঘোষণা করা হয়েছে। কিছু স্কুল অনলাইন ক্লাসের ঘোষণা করেছে। যানজটের জন্যই এই ব্যবস্থা করা হয়েছে।
অন্যদিকে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে ২১ জুলাই যাতে কোনও যানজট না হয় তাদিকে নজর দিতে হবে কলকাতা পুলিশকে।

