বিস্তারিত পড়ুন-
- Home
- West Bengal
- West Bengal News
- 21 July TMC Shahid Diwas LIVE: একুশের মঞ্চ থেকে কেন্দ্রকে বেনজির আক্রমণ, সভার শেষেই হাজির মুকুল রায়
21 July TMC Shahid Diwas LIVE: একুশের মঞ্চ থেকে কেন্দ্রকে বেনজির আক্রমণ, সভার শেষেই হাজির মুকুল রায়
লোকসভা নির্বাচনের আগে সম্ভবত এটাই শেষ ২১ জুলাইয়ের কর্মসূচি হতে চলেছে। সেইমত চলেছে আয়োজনও। শুক্রবার উপস্থিত থাকবেন তৃণমূলের সবস্তরের নেতা কর্মীরা। এখান থেকেই কী শুরু হবে ২৪-এর লড়াইয়ের প্রস্তুতি? লোকসভা ভোটে দলের রণকৌশল কী হতে পারে সেই নিয়ে বার্তা দিতে পারেন তৃণমূলের সুপ্রিমো। সেইদিকেই তাকিয়ে সব মহল।
- FB
- TW
- Linkdin
বাংলার নিজস্ব টাকায় ১০০ দিনের কাজের একটি প্রকল্প শুরু করার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। প্রকল্পের নাম 'খেলা হবে' প্রকল্প.
বিজেপি মৃত্যু নিয়ে রাজনীতি করছে একুশের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চূড়ান্ত আক্রমণ
https://bangla.asianetnews.com/west-bengal/west-bengal-news/mamata-banerjee-full-speech-on-21-july-martyrs-day-tmc-anbss/articleshow-spid5uu
মণিপুরের অশান্তির জন্য ১ মিনিট নীরবতা পালন করা হল তৃণমূলের ২১ জুলাইয়ের সমাবেশে।
‘সিনেমার মতো ফেক ভিডিও তৈরি করে সোশ্যাল মিডিয়ায় ছড়াচ্ছে বিজেপি’, একুশের মঞ্চ থেকে মারাত্মক অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের।
'আমরা ১০০ দিনের কাজে দেশের মধ্যে ফার্স্ট হয়েছি বলেই আমাদের টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে'। বাংলায় চাকরি বেড়েছে ৪০% কেন্দ্র সরকারের চাকরির হার কমেছে ৪৫%'
প্রথমেই মণিপুরের ধর্ষণ ও বিলকিস বানোর ধর্ষকদের মুক্তি দেওয়াকে কেন্দ্র করে বিজেপি সরকারকে কটাক্ষ মমতার
তৃণমূলের শহিদ দিবসে কেন্দ্র সরকারকে ব্যাপকভাবে বিঁধলেন যুবনেত্রী।
বিস্তারিত পড়ুন- https://bangla.asianetnews.com/west-bengal/west-bengal-news/saayoni-ghosh-speech-on-tmc-martyrs-day-21-july-2023-anbss/articleshow-n4d8x3p
'ইডি সিবিআই লাগিয়ে তৃণমূল কংগ্রেসকে দুর্বল করা যাবে না। তৃণমূল কংগ্রেস বিশুদ্ধ লোহা যত হাতুড়ি মারবে তত শক্ত হবে। আগামী ২৪-এ জিতছে কে? ইন্ডিয়া আবার কে।' একুশের মঞ্চ থেকে হুঙ্কার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।
দুপুর ১টা ১০ মিনিটে শহিদ দিবসের মঞ্চে উঠলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলনেত্রীকে পায়ে হাত দিয়ে প্রণাম করলেন টলিউডের তারকারা।
একুশের সকালে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে থেকে গ্রেফতার এক সন্দেহভাজন, পাওয়া গিয়েছে আগ্নেয়াস্ত্র ও ভুয়ো আইডি কার্ড।
বিস্তারিত - https://bangla.asianetnews.com/west-bengal/kolkata/21-july-tmc-shahid-diwas-man-arrested-from-cm-mamata-banerjee-s-residence-area-anbisd/articleshow-f5p1o09
একুশে জুলাইয়ের সমাবেশে যোগ দিতে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে এসেছেন তৃণমূল কর্মী সমর্থকরা। হাজার হাজার মানুষের ভিড় ধর্মতলায়।
একুশের সমাবেশে শহিদদের স্মৃতিতে মাল্যদান করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
‘শহীদদিবাস, স্থিতিস্থাপকতার দিন, আমাদের হৃদয়ে অগণিত আবেগ জাগিয়ে তোলে! আজ, বাংলা ১৩ জন বীর শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে যারা অত্যাচারী শক্তির সাথে লড়াই করে এবং গণতান্ত্রিক নীতিকে সমুন্নত রাখতে তাদের জীবন উৎসর্গ করেছিলেন। অনুপ্রাণিত হয়ে, আমি একটি ন্যায়সঙ্গত সমাজের জন্য কাজ করতে থাকব।’
্টুইটারে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি পোস্ট করা হয়েছে। টুইটে লেখা হয়েছে, ‘৩০ বছর আগে গণতান্ত্রিক অধিকার সমুন্নত রাখতে আন্দোলন করতে গিয়ে প্রাণ হারান ১৩ জন বীর শহীদ। তাদের অদম্য চেতনা, সাহস এবং সংগ্রাম আমাদের অনুপ্রাণিত করে চলেছে। আজ, শহীদদিবাসে, আমরা তাদের বীরত্বপূর্ণ আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানাই!’
২০২৩ সালের এই একুশের সমাবেশ থেকে ২০২৪-এর লোকসভা নির্বাচনে তৃণমূলের টার্গেট বেঁধে দিতে পারেন দলের সুপ্রিমো। ঘাসফুল শিবিরের সমস্ত নেতাকর্মীদের নজর রয়েছে তাঁর দিকে।
বিস্তারিত পড়ুন- https://bangla.asianetnews.com/west-bengal/west-bengal-news/mamata-banerjee-21-july-speech-before-2024-lok-sabha-election-anbss/articleshow-854d6fg
তৃণমূলের ২১ জুলাই সমাবেশের দিনই জেলায় জেলায় বিডিও অফিস ঘেরাওয়ের কর্মসূচি নিয়েছে বিজেপি। ভোট সন্ত্রাসের অভিযোগ তুলে কলকাতায় প্রতিবাদ মিছিল করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
তৃণমূল সুপ্রিমোর সাথে সুর চড়িয়েছিলেন দলের সেকেন্ড ইন কম্যান্ড। দেখুন বক্তব্যের অংশ।
https://bangla.asianetnews.com/west-bengal/west-bengal-news/mamata-banerjee-abhishek-banerjee-speech-on-21-july-2022-in-kolkata-along-with-actor-deb-anbss/articleshow-27ypgoe
২১ জুলাইয়ে যোগ দিতে স্বজনহারা পরিবারের সদস্যদের নিয়ে কলকাতায় রওনা দিয়েছেন মন্ত্রী বেচারাম মান্না।
২০২২ সালে পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হয়েছিলেন ২১ জুলাইয়ের ২ দিনের মধ্যেই। ২০২৩ সালে কি এমনই জোরালো পদক্ষেপ নেবে ইডি? বিস্তারিত পড়ুন:
https://bangla.asianetnews.com/west-bengal/west-bengal-news/mamata-banerjee-speech-on-21-july-2022-about-arrest-of-partha-chatterjee-in-2023-moloy-ghatak-or-saayoni-ghosh-may-face-ed-anbss/articleshow-dtf6x93