সংক্ষিপ্ত

শুক্রবার তৃণমূল কংগ্রেসের সমাবেশে লক্ষ লক্ষ মানুষ যোগ দেবে বলেও দলের অনুমান।সমাবেশে থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়।

 

শুক্রবার একুশে জুলাই। তৃণমূল কংগ্রেসের সমাবেশ। শেষ পর্যায়ের প্রস্তুতি তুঙ্গে। ইতিমধ্যেই দূরদূরান্তের জেলাগুলি থেকে তৃণমূল কংগ্রেসের সমাবাশে আসতে শুরু করেছে দলের নেতা- কর্মী আর সমর্থকরা। জেলায় জেলায় চলছে শেষ পর্বের মিছিল আর প্রচার। পঞ্চায়েত ভোটে তৃণমূল কংগ্রেসের সাফল্যের পর এটাই প্রথম দলীয় সমাবেশ। তাই এবার ২১ জুলাইয়ের তৃণমূল কংগ্রেসের সমাবেশ ঘিরে বাড়ি উন্মাদনা রয়েছে দলের নেতা আর কর্মীদের মধ্যে।

এদিন সকালেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি বার্তা দেওয়া হয়েছে। যেখানে দলের নেতা কর্মীদের শুভেচ্ছা জানান হয়েছে। তৃণমূল কংগ্রেস বলেছে, 'হাজার হাজার মানুষ, এক আবেগ। আমাদের হৃদয় রয়েছে সেইসব বীর শহিদরা যারা তাদের নিজেদের জীবন উৎসর্গ করেছে। ২১ জুলাই এর ঐতিহাসিক দিবসে সারা বাংলার মানুষ আমাদের সঙ্গে যোগ দিতে এসেছে।'

 

 

শুক্রবার তৃণমূল কংগ্রেসের সমাবেশে লক্ষ লক্ষ মানুষ যোগ দেবে বলেও দলের অনুমান। ইতিমধ্যেই জেলা গুলি থেকে মানুষ যোগ দিতে আসতে শুরু করেছে। সমাবেশে থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। গত বছর ২১ জুলাইতেই বক্তব্য রেখেছিলেন অভিষেক। এবার তাঁর তৃণমূলে নবজোয়ার যাত্রা যথেষ্ট সফল বলে দাবি করা হয়েছে দলের পক্ষ থেকে। জনসংযোগে অনেকটাই এগিয়ে রয়েছেন তিনি।

তবে প্রশাসন সূত্রের খবর আগামিকাল ২১ জুলাই সমাবেশ উপলক্ষ্যে কলকাতায় ভিড় বাড়বে। তাই প্রয়োজন ছাড়া বাড়ি থেকে না বার হওয়াই শ্রেয়। এই দিন ট্রাফিক সমস্যা মেটাতে বেশ কিছু রাস্তা বন্ধ করে দেওয়া হবে। ঘুরপথে যান চলাচল করবে। কলকাতা ট্রাফিক পুলিশের বিবৃতি অনুযায়ী শুক্রবার কলকাতার বেশকিছু গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। আর্মাহার্স্ট্রিটের উত্তর থেকে দক্ষিণ, কেসি সেন স্ট্রিট থেকে বিবেকানন্দ রোড পর্যন্ত, বিধান সরণির দক্ষিণ ও উত্তর, কলেজ স্ট্রিটের দক্ষিণ থেকে উত্তর, ব্রের্বন রোডের উত্তর থেকে দক্ষিণ দিন, বিবি গাঙ্গুলি স্ট্রেটের পূর্ব থেকে পশ্চিম , বেন্টঙ্ক স্ট্রের দক্ষিণ থেকে উত্তর, নিউ সিআইটি রোডে পশ্চিম থেকে পূর্ব, বিকে পাল অ্যাভিনিউ থেকে লালবাজার স্ট্রিট পর্যন্ত , রবীন্দ্র সরণির দক্ষিয়ণ থেকে উত্তর দিক। কলতায় শুক্রবার ভোর তিনটে থেকে রাত আটটা পর্যন্ত কোনও মালবাহী গাড়ি চলাচল করবে না।