- Home
- West Bengal
- West Bengal News
- মার্চ মাসেই টানা ৪ দিন ছুটি! বছরের প্রথমেই দুর্দান্ত খুশির খবর, কবে থেকে পাবেন এই হলিডে?
মার্চ মাসেই টানা ৪ দিন ছুটি! বছরের প্রথমেই দুর্দান্ত খুশির খবর, কবে থেকে পাবেন এই হলিডে?
মার্চ মাসেই টানা ৪ দিন ছুটি! বছরের প্রথমেই দুর্দান্ত খুশির খবর, কবে থেকে পাবেন এই হলিডে?

মার্চ মাসেই মিলবে টানা ৪ দিন ছুটি। এই ছুটিতেই বেরিয়ে আসতে পারেন কোথাও। বছর শুরুতেই মিলল দারুণ খুশির খবর।
১৪ মার্চ পড়েছে দোল উৎসব। ১৫ মার্চ হোলি। এই দুই দিন ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার। সঙ্গে মিলছে আরও ২ দিনের ছুটি।
সাধারণত মার্চ মাসে হোলি ছাড়া আর খুব একটা ছুটি মেলে না। কিন্তু এই বছর টানা ৪ দিন ছুটি মিলবে।
১৪ মার্চ পড়েছে শুক্রবার অন্যদিকে ১৫ মার্চ পড়েছে শনিবার ১৬ মার্চ পড়েছে রবিবার একসঙ্গে ৩ দিনের টানা ছুটি পাওয়া যাবে।
১৩ মার্চ বৃহস্পতিবার পড়েছে। ওই দিন একটা লিভ নিয়ে নিলেই টানা ৪ দিন ছুটি পাবেন রাজ্য সরকারি কর্মীরা।
সব মিলিয়ে বৃহস্পতি থেকে রবিবার টানা একটা বড় ছুটি পাওয়া যাবে। এই ছুটিতে কাছে পিঠে কোথাও বেরিয়ে আসা যেতেই পারে।
দোলের ছুটির পরে আবার ছুটি মিলবে পয়লা বৈশাখে এপ্রিল মাসে। অন্যদিকে ফেব্রুয়ারিতেও ছুটি পাওয়া যায়নি।
তাই এবার বহুদিন পরে মার্চ মাসে একটা মোটামুটি বড় ছুটি পাওয়া যাবে। সারা সপ্তাহের কাজের ক্লান্তির কাটাতে দারুণ ভাবে উপভোগ করা যেতে পারে এই ৪ দিনের ছুটি।