- Home
- West Bengal
- West Bengal News
- মহরমের জন্য ৭ জুলাই সরকারি কর্মীরা কি বাড়তি ছুটি পাবেন? চাঁদ দেখা যাওয়ায় রবিবারই মহরম
মহরমের জন্য ৭ জুলাই সরকারি কর্মীরা কি বাড়তি ছুটি পাবেন? চাঁদ দেখা যাওয়ায় রবিবারই মহরম
৭ জুলাই পশ্চিমবঙ্গের সরকারিকর্মীরা কি বাড়তি ছু়টি পাবেন? নবান্ন-সহ রাজ্যের সরকারি অফিসের এই জল্পনাই তুঙ্গে।

৭ জুলাই পশ্চিমবঙ্গের সরকারিকর্মীরা কি বাড়তি ছু়টি পাবেন? নবান্ন-সহ রাজ্যের সরকারি অফিসের এই জল্পনাই তুঙ্গে।
মহরমের ছুটি কবে দেবে রাজ্য সরকার? রাজ্যের সরকারি কর্মীদের পাশাপাশি স্কুল, কলেজ , বিশ্ববিদ্যালয়ে এই প্রশ্ন নিয়ে কাটাছেঁড়া শুরু হয়েছে।
প্রত্যেকবারই রাজ্য সরকার মহরমের জন্য একদিন ছুটি দেয়। এবার সেই ছুটি কবে পাবেন রাজ্যের সরকারি কর্মীরা। তাই নিয়ে আলোচনা।
চাঁদ দেখা গিয়েছে। শনিবার জাগরণের রাত পেরেয়ে রবিবার অর্থাৎ ৬ জুলাই মহরম পালন করা হবে। চাঁদ দেখার ওপর মহরমের তারিখ নির্ধারণ করা হয়। আর সেই কারণেই ছুটির দিন নিয়ে জটিলতা তৈরি হয়।
৬ জুলাই রবিবার, এই দিনই পড়েছে মহরম। আর সেই কারমে আলাদা করে নতুন কোনও ছুটি ঘোষণা হওয়ার সম্ভাবনা নেই।
এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকার কোনও ছুটি নিয়ে বিজ্ঞপ্তি জারি করেনি। সাধারণত চাঁদ দেখার পরেই ধর্মীয় নেতাদের সঙ্গে আলোচনা করে ছুটি চূড়ান্ত করা হয়।
কিন্তু এবার এখনও পর্যন্ত তেমন কোনও ঘোষণা হয়নি নবান্ন থেকে. যদিও রাজ্যের সরকারি কর্মীরা সরকারি বিজ্ঞপ্তির জন্য অপেক্ষায় রয়েছে।
সরকারি অফিসের পাশাপাশি, রাজ্যের সমস্ত স্কুল, কলেজ এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানও এই ছুটির আওতায় আসবে। ৭ জুলাই ছুটি ঘোষণা হল টানা তিন দিন ছুটি পাবেন সরকারি কর্মীরা।
এই বছর, মহরম ৬ জুলাই নাকি ৭ জুলাই পালিত হবে তা নিয়েও একই রকম বিভ্রান্তি দেখা দিয়েছে। তবে, চাঁদ দেখা অনুসারে, নতুন ইসলামী বছর শুরু হয়েছিল ২০২৫ সালের ২৭ জুন শুক্রবার, যেহেতু ভারতে ২৬ জুন চাঁদ দেখা গিয়েছিল।
ইসলামিক ক্যালেন্ডারের প্রথম এবং সবচেয়ে পবিত্র মাস মহরম, হিজরি নববর্ষের সূচনা করে। ঐতিহ্য অনুসারে, চাঁদ দেখার উপর ভিত্তি করে মহররমের সঠিক তারিখ নির্ধারণ করা হয়, যা প্রায়শই ছুটির দিন কোনটা- তা ঠিক করার ক্ষেত্রে অনিশ্চয়তার হয়।

