ঘরে আর ফেরা হল না! উদ্ধার ৮ মৎস্যজীবীর মৃতদেহ! পরিবারের কান্নায় ভাসলো নামখানা

গত শুক্রবার গভীর রাতে বাঘের চর থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে টর্নেডোর কবলে পড়ে ১৭ জন মৎস্যজীবী সহ উল্টে যায় এফবি বাবা গোবিন্দ নামে একটি ট্রলার। শনিবার নামখানা মৎস্য বন্দরে ফিরিয়ে আনা হয় ৮ জন মৎস্যজীবীদের। আজ উদ্ধার হল ৮ জন মৃত মৎস্যজীবী।

| Updated : Sep 22 2024, 08:56 PM
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

গত শুক্রবার গভীর রাতে বাঘের চর থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে টর্নেডোর কবলে পড়ে ১৭ জন মৎস্যজীবী সহ উল্টে যায় এফবি বাবা গোবিন্দ নামে একটি ট্রলার। শনিবার নামখানা মৎস্য বন্দরে ফিরিয়ে আনা হয় ৮ জন মৎস্যজীবীদের। অনুমান করা হচ্ছিল নিখোঁজ ৯ জন মৎস্যজীবী দুর্ঘটনাগ্রস্ত ট্রলারের কেবিনের মধ্যেই আটকে রয়েছেন। আজ সেই ট্রলার থেকে উদ্ধার হল ৮ জন মৃত মৎস্যজীবী। বাকি নিখোঁজ একজন মৎস্যজীবী সমুদ্রে তলিয়ে গিয়েছে বলে অনুমান করছে মৎস্যজীবী সংগঠন।  হরিপুর ঘাটে ভিড় জমিয়েছে বহু পরিবার। সজন হারানোর কান্নায় ভেঙে পড়েছে মৃত মৎস্যজীবীদের পরিবারের লোকজনেরা।

Related Video