চোখের সামনেই গুঁড়িয়ে পড়লো আস্ত রাণাঘাটের এক বিল্ডিং! আতঙ্কে গোটা এলাকা
নদিয়ার রাণাঘাট জগপুর রোডে নব নির্মিত ত্রিতলের একাংশ ভেঙে বিপত্তি। ঘটনার জেরে ৫ জন আহত হয়েছে। ঢালাইয়ের সময় হঠাৎ করে বিল্ডিং-এর একাংশ।
নদিয়ার রাণাঘাট জগপুর রোডে নব নির্মিত ত্রিতলের একাংশ ভেঙে বিপত্তি। ঘটনার জেরে ৫ জন আহত হয়েছে। ঢালাইয়ের সময় হঠাৎ করে বিল্ডিং-এর একাংশ। সূত্রের খবর আহত ৫ জনের মধ্যে একজনের পা বাদ গিয়েছে। ঘটনাস্থলে উপস্থিত রানাঘাট থানার বিশাল পুলিশ বাহিনী। এই নির্মাণ আদৌ আইনি কিনা তা খতিয়ে দেখছে প্রশাসন।