'কয়েকজন হারামখোর যাবে তৃণমূলের সংহতি মিছিলে', বিস্ফোরক বিজেপি নেতা দিলীপ ঘোষ

অযোধ্যায় রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার দিনেই তৃণমূলের পাল্টা সংহতি মিছিল | ২২শে জানুয়ারি তৃণমূলের এই মিছিল ঘিরে বিস্ফোরক বিজেপি নেতা দিলীপ ঘোষ |

 

/ Updated: Jan 19 2024, 08:52 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

অযোধ্যায় রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার দিনেই তৃণমূলের পাল্টা সংহতি মিছিল। ২২শে জানুয়ারি তৃণমূলের এই মিছিল ঘিরে বিস্ফোরক বিজেপি নেতা দিলীপ ঘোষ। তাঁর দাবি আগে তৃণমূল নিজেদের মধ্যে সংহতি আনুক। কারণ কোনও হিন্দু রামের বিরোধিতা করেন না। দিলীপ বলেন কয়েকজন হারামখোর থাকবেন, যারা এই মিছিলে যাবেন। রামমন্দিরের বিরোধিতা করবেন না কোনও হিন্দু। যারা তৃণমূলের উচ্ছিষ্টভোগী, তারাই যাবে এই সংহতি মিছিলে। 

Read more Articles on