
SSC Scam News: সল্টলেকের রাজপথে উত্তাল মিছিল! ডেপুটেশন নিয়ে বিকাশ ভবন অভিযানে হাজারো শিক্ষাকর্মী!
যোগ্য গ্রুপ C ও গ্রুপ D শিক্ষাকর্মীদের পুনর্বহালের দাবিতে আজ উত্তাল সল্টলেক। করুণাময়ী থেকে বিকাশ ভবন পর্যন্ত চলে এই মিছিল। বিকাশ ভবনের সামনে জোরালো বিক্ষোভ।
যোগ্য গ্রুপ C ও গ্রুপ D শিক্ষাকর্মীদের পুনর্বহালের দাবিতে আজ উত্তাল সল্টলেক। করুণাময়ী থেকে বিকাশ ভবন পর্যন্ত চলে এই মিছিল। বিকাশ ভবনের সামনে জোরালো বিক্ষোভ। উত্তেজনা রুখতে মোতায়েন বিশাল পুলিশ বাহিনী। বিকাশ ভবনে ডেপুটেশন দেওয়ারও পরিকল্পনা রয়েছে আন্দোলনকারীদের।