অশোকনগরের ফুটবলার লিয়ের পা বাদ যাওয়ার আশঙ্কা, চিকিৎসার জন্য আয়োজিত হল বিশেষ ম্যাচের
অশোকনগরের বাসিন্দা জয়দেব চক্রবর্তী ওরফে লি এক সময় ইস্টবেঙ্গলেও খেলেছেন । তারই পায়ের চিকিৎসার জন্য এই প্রদর্শনী ফুটবল ম্যাচের আয়োজন হল, খেলতে নামলেন কলকাতার বড় ক্লাব ও দেশের হয়ে খেলা এক ঝাঁক তারকা ফুটবলাররা
ইস্টবেঙ্গলের হয়ে মাঠে দাপিয়ে বেড়াতেন অশোকনগরের জয়দেব ওরফে লি | কিন্তু পাঁচ বছর আগে ফুটবল খেলতে গিয়ে বাঁ পায়ের লিগামেন্ট ছিঁড়ে যায় | অপারেশনের পরে ইনফেকশন হয়ে যায় তার পায়ে | পা বাদ যাওয়ার আশঙ্কা তৈরি হয় | ইতিমধ্যে লি-র পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন বিধায়ক | তবে এবার অশোকনগর হাবরা প্লেয়ারস অ্যাসোসিয়েশনের তরফে ফুটবল ম্যাচের আয়োজন করা হয় | খেলায় অংশগ্রহণ করেন অসীম বিশ্বাস, রহীম নবী,দীপক মণ্ডল,অর্ণব মণ্ডল সহ একধিক তারকা ফুটবলাররা | টিকিটের মাধ্যমে খেলা দেখতে আসে প্রায় সাত হাজার দর্শক | টিকিট বিক্রির সমস্তই অর্থ তুলে দেওয়া হয় লিয়ের চিকিৎসার জন্য |