Hooghly News Today: বর্ষপূর্তির রাতেই ঘটলো মর্মান্তিক দুর্ঘটনা! থমথমে গোটা চুঁচুঁড়া
বর্ষপূর্তির রাতেই চুঁচুঁড়ায় ঘটে গেল এক ভয়াবহ পথ দুর্ঘটনা। বর্ষবরণের রাতে স্কুটি করে বাড়ি ফিরছিলেন শিব শংকর দাস। পেশায় একজন গৃহশিক্ষক। রাতের বেলা গঙ্গাতলা রাস্তায় তার স্কুটির চাকা হঠাৎই স্লিপ করে যায় এবং সেটি একটি ইলেকট্রিক পোলে সজোরে ধাক্কা খায়।
বর্ষপূর্তির রাতেই চুঁচুঁড়ায় ঘটে গেল এক ভয়াবহ পথ দুর্ঘটনা। বর্ষবরণের রাতে স্কুটি করে বাড়ি ফিরছিলেন শিব শংকর দাস। পেশায় একজন গৃহশিক্ষক। রাতের বেলা গঙ্গাতলা রাস্তায় তার স্কুটির চাকা হঠাৎই স্লিপ করে যায় এবং সেটি একটি ইলেকট্রিক পোলে সজোরে ধাক্কা খায়। তাঁর মাথায় গুরুতর চোট লাগে। সূত্রের খবর তারপরই আশেপাশের লোকজন শিব শংকর দাসকে নিয়ে হাসপাতালে ভর্তি করান।