- Home
- West Bengal
- West Bengal News
- অভিজিৎ গঙ্গোপাধ্যায় কেমন আছে? দিল্লির AIIMS-এ মাল্টি-অর্গান সাপোর্টে রয়েছেন বিজেপির সাংসদ
অভিজিৎ গঙ্গোপাধ্যায় কেমন আছে? দিল্লির AIIMS-এ মাল্টি-অর্গান সাপোর্টে রয়েছেন বিজেপির সাংসদ
Abhijit Gangopadhyay: হাসপাতাল সূত্রে জানা গিয়েছেন বর্তমানে কিছুটা হলেও চিকিৎসায় সাড়া দিচ্ছেন অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়। তবে এখনও শারীরিক পরিস্থিতি সংকটমুক্ত নয়।

কেমন আছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়
৬ দিন হয়ে গেল হাসপাতালের বিছানায় কাটছে তমলুকের বিজেপির সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এখনও তিনি গুরুতর অসুস্থ।
সংকটজনক অভিজিৎ
দিল্লির AIIMS হাসপাতাল সূত্রের খবর এখনও সংকটমুক্ত নন অভিজিৎ গঙ্গোপাধায়্য়। তাঁকে মাল্টি অর্গান সাপোর্টে রাখা হয়েছে।
আইসিইউতে
কলকাতার বেসরকারি হাসপাতালের আইসিইউতে ছিলেন। দিল্লিতেও তাঁকে রাখা হয়েছে আইসিইউতে।
এখন কেমন আছেন
হাসপাতাল সূত্রের খবর দুই দিন পরেও বিজেপি সাংসদের শারীরিক অবস্থান তেমন কোনও উন্নতি হয়নি।
অভিজিতের শারীরিক অবস্থা
হাসপাতাল সূত্রে জানা গিয়েছেন বর্তমানে কিছুটা হলেও চিকিৎসায় সাড়া দিচ্ছেন অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়। তবে এখনও শারীরিক পরিস্থিতি সংকটমুক্ত নয়।
শনিবার রিপোর্ট
দিল্লির AIIMS হাসপাতালে ভর্তির পর একাধিক শারীরিক পরীক্ষা করা হয়েছে। সেগুলির রিপোর্ট শনিবার হাতে পাবেন চিকিৎসকরা। সেই রিপোর্ট খতিয়ে দেখেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
কী হয়েছে
গ্যাস্ট্রোইনটেস্টাইনাল সেপসিসে আক্রান্ত হয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এটি একর সংক্রামক রোগ।
এয়ারলিফ্টে দিল্লিতে
প্রথমে তাঁকে ভর্তি করা হয়েছিল কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। কিন্তু শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় বিজেপির রাজ্য নেতৃত্ব তাঁকে এয়ার লিফ্ট করে দিল্লিতে নিয়ে যায়। ভর্তি করা হয় AIIMS এ।
শনিবার থেকে হাসপাতালে
গত শনিবার রাতের দিকে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। রাতের দিকে তাঁকে ভর্তি করা হয়েছিল কলকাতার আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে। বৃহস্পিতাবার রাতে তাঁকে নিয়ে যাওয়া হয় দিল্লিতে।
পাশে পিএমও
অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের অসুস্থতার খবর পেয়েই প্রধানমন্ত্রীর দফতর যোগাযোগ করেছিল তাঁর আত্নীয়দের সঙ্গে। পাশে থাকার বার্তাও দিয়েছিল।

