‘দানা’র মোকাবেলায় তটস্থ প্রশাসন! হুগলি নদীর তীরে চলে নৌকা করে তীব্র মাইকিং!

ঘূর্ণিঝড় দানা আঁছড়ে পড়বে আগামী ২৪ তারিখ। ২৩ তারিখ থেকেই মৎস্যজীবীদের সমুদ্র যেতে মানা করা হয়েছে। এবার দক্ষিণ চব্বিশ পরগনা বজবজ ২ নম্বর ব্লকের হুগলি নদীর তীরে চলছে মাইকিং।

/ Updated: Oct 22 2024, 09:15 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

ঘূর্ণিঝড় দানা আঁছড়ে পড়বে আগামী ২৪ তারিখ। ২৩ তারিখ থেকেই মৎস্যজীবীদের সমুদ্র যেতে মানা করা হয়েছে। এবার দক্ষিণ চব্বিশ পরগনা বজবজ ২ নম্বর ব্লকের হুগলি নদীর তীরে চলছে মাইকিং। মৎস্যজীবীদের নৌকা নোংর করাতে বলা হচ্ছে প্রশাসনের তরফ থেকে। নদীর পাড়ে যারা কাঁচা বাড়িতে থাকে তাদেরকে সরকারের রেসকিউ সেন্টার এ চলে যাওয়ার নির্দেশ।