সংক্ষিপ্ত

SSC case: চাকরিহারারা কী স্কুলে যেতে পারবেন? এই প্রশ্ন শুনে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেছেন, তারা স্কুলে যাচ্ছেন না বলে আমাদের কছে এমন কোনও তথ্য নেই। 

 

SSC case: কলকাতা হাইকোর্টের রায় বহাল রেখেছে সুপ্রিম কোর্ট। বাতিল করে দিয়েছে ২০১৬ সালের পুরো প্যানেল। চাকরি হারিয়েছেন রাজ্যের ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মী। তিন মাসের মধ্যে নতুন করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে বলেছে সুপ্রিম কোর্ট। কিন্তু প্রশ্ন হচ্ছে সুপ্রিম কোর্টের এই রায়ের পরে কী চাকরিহারারা স্কুলে যেতে পারবে? তারই উত্তর দিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

চাকরিহারারা কী স্কুলে যেতে পারবেন? এই প্রশ্ন শুনে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেছেন, 'তারা স্কুলে যাচ্ছেন না বলে আমাদের কছে এমন কোনও তথ্য নেই। স্কুলে না যাওয়ার তথ্য আমার মনে হয় না ঠিক। বিশেষত গতকাল মুখ্যমন্ত্রী পরিষ্কার করে তাঁদের কী করণীয় আর কী করণীয় নয় তা বলে দিয়েছেন।' অন্যদিকে চিহ্নিত অযোগ্যদের বেতন ফেরত নিয়ে বলতে গিয়ে ব্রাত্য বসু বলেন, 'একদল বেতন ফেরত দেবে আর একদল বেতন ফেরত দেবে না। এটা তো আমাদের কথা নয়। এগুলি মহামান্য বিচারপতির কায়ের প্রতিটা পাতায় রেছে। ২৮ নম্বর অনুচ্ছেদে খুবই স্পষ্ট করে আছে। তাই এই ভাগ এসএসসির দেওয়া পরিসংখ্যানের ভিত্তিতেই বলা হয়েছে।'

ব্রাত্য বসুও জানিয়েছেন, যোগ্য ও অযোগ্যদের ভাগ এসএসসি করতে পেরেছিল। তিনি জানিয়েছেন, 'যোগ্য অযোগ্যদের ভাগ এসএসসি যে করতে পারেনি তা নয়, কিন্তু কোর্ট তাতে সন্তুষ্ট হচ্ছে না। কিন্তু যোগ্য অযোগ্যদের ভাগাভাগি আমরা প্রধান বিচারপতির রায়ের পরে বুঝতে পারছি।'

তবে চাকরিহারারা স্কুলে যেতে পারবেন কিনা তা নিয়ে স্পষ্ট করে কিছু বলেননি ব্রাত্য বসু। তিনি জানিয়েছেন, আদালতের রায়, মুখ্যমন্ত্রী আর এসএসসির চেয়ারম্যানই এই বিষয়ে স্পষ্ট করে দিয়েছে। তিনি বলেছেন, 'মুখ্যমন্ত্রী মহামান্য বিচারপতি যা বলেছেন, তারপরে যদি কোনও টেকনিক্যাল বা কোনও লিগ্যাল ক্ল্যারিফিকেশন থাকে সেটা তো এসএসসি জানিয়েছে। ওরা বলেছে সুপ্রিম কোর্টের কছে একটা লিগ্যাল ক্যারিফিকেশন চাইবে। আমি সমস্ত শিক্ষককে বলব মুখ্যমন্ত্রী যে ব্যাখ্যা দিয়েছেন তার ওপর ভরসা রাখুন।'

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।