- Home
- West Bengal
- West Bengal News
- Abhijit Ganguly: 'ভদ্রমহিলা ব্যাপক জোচ্চুরি করেছেন', SSC রায় নিয়ে মমতাকে ধুয়ে দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়
Abhijit Ganguly: 'ভদ্রমহিলা ব্যাপক জোচ্চুরি করেছেন', SSC রায় নিয়ে মমতাকে ধুয়ে দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়
Abhijit Ganguly on SSC Verdict: বর্তমানে বিজেপি সাংসদ। কিন্তু লোকসভা ভোটের আগেও তিনি ছিলেন রাজ্যের সবথেকে চর্চিত বিচারপতি। একটা সময় তাঁর হাতে ছিল শিক্ষা সংক্রান্ত মামলাগুলি। নিয়োগ দুর্নীতি মামলায় তিনি প্রথম রায় দিয়েছিলেন।
- FB
- TW
- Linkdin
)
অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়
বর্তমানে বিজেপি সাংসদ। কিন্তু লোকসভা ভোটের আগেও তিনি ছিলেন রাজ্যের সবথেকে চর্চিত বিচারপতি। একটা সময় তাঁর হাতে ছিল শিক্ষা সংক্রান্ত মামলাগুলি। নিয়োগ দুর্নীতি মামলায় তিনি প্রথম রায় দিয়েছিলেন।
সুপ্রিম কোর্টের রায়
সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ রাজ্যের শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ২০১৬ সালের পুরো প্যানেল বাতিল করেছে। তাতে চাকরি হারা রাজ্যের ২৫ হাজার ৭৫৩ জন। যার মধ্যে রয়েছে নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মী।
মমতার নিশানা
রায় ঘোষণার পরই মমতা বন্দ্যোপাধ্যায় নিশনা করেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়কে। বিচারপতির আসন থেকে বিজেপিতে যাওয়া নিয়েও কটাক্ষ করেন মমতা। তারই পাল্টা উত্তর দেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
মমতাকে নিশানা
নাম না করেই অভিজিৎ নিশানা করেন মমতাকে। তিনি বলেন, 'ওই ভদ্রমহিলা আসলে জোচ্চুরি করতে গিয়ে ধরা পড়ে গিয়েছেন। ব্যাপক জোচ্চুরি করেছিলেন। সুপ্রিম কোর্টেও বলছে ব্যাপক দুর্নীতি।'
মমতার পদত্যাগ
অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, দুর্নীতির দায় নিয়ে এবার মমতা বন্দ্যোপাধ্য়ায়ের পদত্যাগ করা উচিৎ। তিনি বলেন, একই দাবি করেছেন, তাঁর নেতা শুভেন্দু অধিকারীও।
চাকরি কেনা
অভিজিৎ জানিয়েছেন, তিনি যখন বিচারপতির আসনে ছিলেন, সেই সময়ই ৫-৬ হাজারের মত চাকরি কেনার বিষয় ধরতে পেরেছিলেন। তিনি বলেন, 'আমার রায়ে তাদের বাদ দিয়েছিলাম।' তাঁর কথায় রাজ্য সরকারের যদি ইচ্ছে থাকত তাহলে যোগ্য আর অযোগ্যদের বাছা যেত। সকলের চাকরি যেত না।
জট ছাড়ায়নি রাজ্য
অভিজিৎ জানিয়েছেন, কেন রাজ্য সরকার অযোগ্য আর যোগ্যদের জট ছাড়ায়নি। অভিজিৎ বলেন, 'তাঁকে যারা অ্যাডভাইস দিলেন কিছু প্রাক্তন জজ আছেন আরও কয়েকজন আছেন তাদের নাম বলতে চাই না এখন, তারা অ্যাডভাইস করলেন আপনি যারা ঠিকভাবে চাকরি পেয়েছেন আর টাকা দিয়ে পেয়েছেন তাদের জটটা ছাড়াবেন না। এতে বাধ্য় হবে সকলের চাকরি রেখে দিতে। কিন্তু আদতে তা হয়নি।'
র্নীতি হয়েছে
অভিজিৎ গঙ্গোপাধ্যায় এদিনও জানিয়েছেন, নিয়োগের ক্ষেত্রে ব্যাপক দুর্নীতি হয়েছে। কিন্তু রাজ্য সরকার চাইলেই যোগ্য আর যোগ্যদের আলাদা করতে পারত। কিন্তু রাজ্য সরকার তা করেননি। রাজ্য সরকার যদি আলাদা করত তাহলে সকলের চকরি যেত না। তিনি আরও বলেন, এখনও যোগ্য আর অযোগ্যদের আলাদা করা যায়।
মমতার বক্তব্য
সুপ্রিম কোর্টের রায়ের পরই মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে সাংবাদিক বৈঠক করেন। সেখানেই তিনি জানিয়েছেন, রায় মেনে নিতে পারছেন না। পাশাপাশি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়, শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার , বিকাশ ভট্টাচার্যের তীব্র সমালোচনা করেন।
গাঙ্গুলি না ডাংগুলি
অভিজিৎ গঙ্গোপাধ্যায় সম্পর্কে বলতে গিয়ে মমতা বলেন, তিনি তাঁর নামই জানেন না। তখনই 'গাঙ্গুলি না ডাংগুলি ' মন্তব্য করেন। তিনি বলেন, একটা সময় বিচারপতি ছিলেন। সব ছেড়ে এখন বিজেপির সাংসদ হয়েছেন।