সংক্ষিপ্ত

Mamata Targets Abhijit: নিয়োগ দুর্নীতি মামলায় বৃহস্পতিবার প্রায় ২৬০০০ জনের চাকরি বাতিল করেছে সুপ্রিম কোর্ট। এই রায়ে ইস্যু করে মমতা বন্দ্যোপাধ্য়ায় আবারও টর্গেট করেন বিজেপি সাংসদ তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়কে।

 

Mamata Targets Abhijit: নিয়োগ দুর্নীতি মামলায় বৃহস্পতিবার প্রায় ২৬০০০ জনের চাকরি বাতিল করেছে সুপ্রিম কোর্ট। এই রায়ে ইস্যু করে মমতা বন্দ্যোপাধ্য়ায় আবারও টর্গেট করেন বিজেপি সাংসদ তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়কে। নিয়োগ দুর্নীতি মামলায় তিনি প্রথম এক রায় দিয়েছিলেন। তারপর রাজ্য সরকার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যায়। তারপর যায় সুপ্রিম কোর্টে।

এদিন মমতা বন্দ্য়োপাধ্যায় বলেন, 'হাইকোর্টের এই রায়টা যিনি দিয়েছিলেন তিনি এখন সাংসদ। বিচারব্যবস্থা ছেড়ে সাংসদ হয়েছেন,গাঙ্গুি না ডাংগুলি! আমি ঠিক আসল নাম জানি না, পরে জেনে নেব, সরি! আজ তাঁর মুখে বড় বড় কথা বলেন। তাদের দায়বদ্ধতা নেই'। তবে এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে নিয়োগ দুর্নীতি মামলার একাধিক মামলার শুনানি তিনি হাইকোর্টের বিচারপতি থাকাকালীন করেছিলেন।

অন্যদিকে মমতা শুধুমাত্র অভিজিৎ গঙ্গোপাধ্যায়কেই টার্গেট করেননি। তিনি শুভেন্দুকেও নিশানা করেছেন। তিনি জানিয়েছেন ২০১৬ সালে যারা যারা মন্ত্রী ছিলেন তাঁদের বিষয়েও খোঁজ খবর করবে তাঁর সরকার। সেই সময় মন্ত্রী ছিলেন শুভেন্দু অধিকারী।

অন্যদিকে শুভেন্দু অধিকারীও এদিন নিশানা করেন মমতাকে। তিনি বলেন, এই ব্যর্থতার দায় নিয়ে মমতার মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করা উচিৎ। শুভেন্দু এদিন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কথাও স্মরণ করেন। তিনি বলেন, 'আজকের দিনে সবচেয়ে কৃতজ্ঞতা, শ্রদ্ধা জানাব অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে, যিনি চাকুরিজীবনের কয়েকটা মাস ছেড়ে দিয়ে, মোদীজির সৈনিক হিসেবে তৃণমূলের চ্য়ালেঞ্জ গ্রহণ করেছিলেন। তৃণমূল বলেছিল, 'ঠান্ডা ঘরে বসে অনেক কিছু হয়, আসুন ময়দানে দেখা হবে। তিনি ময়দান বেছে নিয়েছিলেন তাম্রলিপ্তর মাটিকে, পূর্ব মেদিনীপুরের সংগ্রামী মাটিকে। ধন্য যে আমরা তাঁকে জিতিয়েছি। অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ভোট দিয়ে আমি আঙুলে কালি লাগাতে পেরেছিলাম, আমি কৃতার্থ। মমতা বন্দ্যোপাধ্য়ায়ের পদত্যাগ, তাঁর মন্ত্রিসভার গ্রেফতারিই সমাধান।'

অন্যদিকে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় চাকরিহারাদের পাশে দাঁড়িয়ে বলেন, চাকরি পার্থীদের পাশে দাঁড়িয়ে তিনি বলেছেন, 'অনেকে ডিপ্রেসড আমরা চাইনা একটাও দুর্ঘটনা ঘটুক। তাই পরিবারগুলির পাশে দাঁড়াচ্ছে মানবিকতার স্বার্থে।' চাকরিহারা শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেছেন, 'যাদের চাকরি গিয়েছে তারা বিচার পাওয়ার জন্য ডিপ্রাইভড টিচার্স অ্যাসোসিয়েশন তৈরি করেছেন। তারা শিক্ষামন্ত্রীকে অনুরোধ করেছেন সবাই এককত্রিত হতে চান। তাঁরা অনুরোধ করেছেন শিক্ষামন্ত্রী -সহ আমি যদি তাদের সভায় উপস্থিত থাকি তাগলে তাঁরা খুশি হবেন। ' আগামী ৭ এপ্রিল তিনি নেতাজি ইন্ডোরে তাদের কথা শুনতে যাবেন বলেও জানিয়েছেন। তিনি বলেছেন, 'ধৈর্য্য হারাবেন না। মানসিক চাপ নেবেন না। যখন প্রত্রিয়া হবে আদালত আপনাদের সকলকে আবেদন করতে বলেছে। আপনারা সকলেই আবেদন করুন।'