Air India Flight News: আমদাবাদ বিপর্যয়ের পাঁচ দিন পর ফের এয়ার ইন্ডিয়ার বিমানে বিভ্রাট!

ফের সমস্যার মুখোমুখি এয়ার ইন্ডিয়া। সান ফ্রান্সিসকো থেকে কলকাতা হয়ে মুম্বাই যাওয়ার কথা ছিল এয়ার ইন্ডিয়ার AI-180 ফ্লাইটের। গতকাল রাত ১২:৪৫ মিনিটে বিমানটি কলকাতা বিমানবন্দরে অবতরণ করে।

Share this Video

ফের সমস্যার মুখোমুখি এয়ার ইন্ডিয়া। সান ফ্রান্সিসকো থেকে কলকাতা হয়ে মুম্বাই যাওয়ার কথা ছিল এয়ার ইন্ডিয়ার AI-180 ফ্লাইটের। গতকাল রাত ১২:৪৫ মিনিটে বিমানটি কলকাতা বিমানবন্দরে অবতরণ করে। অবতরণের পর বিমানের বাঁদিকের ইঞ্জিনে প্রযুক্তিগত ত্রুটি ধরা পড়ে। যান্ত্রিক ত্রুটির কারণে উড়তে পারেনি বিমান। ইঞ্জিন মেরামতির পর বিমান রওনা দেবে মুম্বাইয়ের দিকে।

Related Video