
Air India Flight News: আমদাবাদ বিপর্যয়ের পাঁচ দিন পর ফের এয়ার ইন্ডিয়ার বিমানে বিভ্রাট!
ফের সমস্যার মুখোমুখি এয়ার ইন্ডিয়া। সান ফ্রান্সিসকো থেকে কলকাতা হয়ে মুম্বাই যাওয়ার কথা ছিল এয়ার ইন্ডিয়ার AI-180 ফ্লাইটের। গতকাল রাত ১২:৪৫ মিনিটে বিমানটি কলকাতা বিমানবন্দরে অবতরণ করে।
ফের সমস্যার মুখোমুখি এয়ার ইন্ডিয়া। সান ফ্রান্সিসকো থেকে কলকাতা হয়ে মুম্বাই যাওয়ার কথা ছিল এয়ার ইন্ডিয়ার AI-180 ফ্লাইটের। গতকাল রাত ১২:৪৫ মিনিটে বিমানটি কলকাতা বিমানবন্দরে অবতরণ করে। অবতরণের পর বিমানের বাঁদিকের ইঞ্জিনে প্রযুক্তিগত ত্রুটি ধরা পড়ে। যান্ত্রিক ত্রুটির কারণে উড়তে পারেনি বিমান। ইঞ্জিন মেরামতির পর বিমান রওনা দেবে মুম্বাইয়ের দিকে।