
'ডবল সেঞ্চুরি করেছে বিহারে NDA, আমি হজমই করতে পারছি না' বিস্ফোরক অখিলেশ
Akhilesh Yadav on Bihar Results : বিহার বিধানসভা নির্বাচনে এনডিএ-র ব্যাপক জয়ের পর সমালোচনার সুর চড়ালেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, 'আমরা এত আসন জিতেছি যে, তা হজম করা কঠিন।' তাঁর বক্তব্যে স্পষ্ট, তিনি এনডিএ-র এই ফলাফল নিয়ে প্রশ্ন তুলছেন। অখিলেশের মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে।