সংক্ষিপ্ত

টানা ১৫ দিনের জন্য সমস্ত মিটিং-মিছিল করা যাবে না কলকাতায়! কড়া নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তি জারি করল কলকাতা পুলিশ

১৫ দিনের জন্য কলকাতায় করা যাবে না কোনও মিটিং-মিছিল! নির্দেশিকা জারি করল কলকাতা পুলিশ। আপাতত কোনও মিটিং-মিছিল করা যাবে না কলকাতায়। বিনীত গোয়েলের সাক্ষরিত ওই নির্দেশিকায় বলা হয়েছে, " শান্তি ভঙ্গের জন্য শহরে সহিংস মিছিল করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। তাই নাগরিকদের সুরক্ষার জন্য কলাকাতার শহরতলি এবং কলকাতা পুলিশের আওতায় থাকা কোনও অঞ্চলে মিটিং, মিছিল ও ব়্যালি করা যাবে না"।

কোথাও ৫ জনের বেশি জমায়েত না করার নির্দেশিকা জারি করেছে কলকাতা পুলিশ। এ ছাড়াও হাতে লাঠি বা অন্য কোনও জিনিস যা দিয়ে কাউকে আঘাত করাযেতে পারে এমন জিনিস রাখা চলবে না।

আগামী ১৬ তারিখ থেকে লাগু হবে এই নির্দেশিকা এবং ৩০ তারিখ পর্যন্ত চলবে। এই নির্দেশ অমান্য করলেই তাঁর বিরুদ্ধে ন্যায় সংহিতার ধারা ২২৩ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

চিকিৎসকদের অবস্থান মঞ্চে হামলার ছক কষা হচ্ছে বলে দাবি করেছিলেন কুণাল ঘোষ। একটি অতিবাম সংগঠন এর সঙ্গে যুক্ত আছেন বলেও জানিয়েছিলেন তিনি। পাশাপাশি প্রকাশ্যে এনেছিলেন একটি অডিও ক্লিপও। সেই ক্লিপের কথোপকথনে চিকিৎসকদের আক্রমণের কথা বলা হয়েছিল। এরপর ওই ক্লিপ নিয়ে তদন্ত করে পুলিশ। সঞ্জীব দাস নামে এক অভিযুক্তকে গ্রেফতারও করা হয়।

প্রসঙ্গত আরজিকর কাণ্ডের বিচার চেয়ে রোজ পথে নামছেন হাজার হাজার মানুষ। চলছে মিছিল, অবস্থান, রাত দখল এর মাঝেই সমস্ত জমায়েত বন্ধ করতে কড়া পদক্ষেপ নিল কলকাতা পুলিশ।

                      আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।