পুলিশের সামনেই সিপিআইএম কর্মীকে গুলি ও বোমা মারার অভিযোগ, উত্তপ্ত নদীয়ার কালিগঞ্জ

নদীয়ার কালিগঞ্জ থানার পলিতবিঘা এলাকায় রাজনৈতিক কারণে একজন সিপিআইএম কর্মীকে গুলি ও বোমা মারার অভিযোগ তৃণমূলের পঞ্চায়েত সদস্য ও তার অনুগামীদের বিরুদ্ধে। আহতের নাম শাফাদুল মন্ডল।

/ Updated: Sep 19 2024, 01:22 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

নদীয়ার কালিগঞ্জ থানার পলিতবিঘা এলাকায় রাজনৈতিক কারণে একজন সিপিআইএম কর্মীকে গুলি ও বোমা মারার অভিযোগ তৃণমূলের পঞ্চায়েত সদস্য ও তার অনুগামীদের বিরুদ্ধে। আহতের নাম শাফাদুল মন্ডল। সূত্রের খবর, রাজনৈতিক কারণে এলাকার দুই সিপিআইএম পঞ্চায়েত সদস্যকে লক্ষ্য করে চড়াও হয় তৃণমূলের পঞ্চায়েত সদস্য এবং তার অনুগামীরা। ঠিক সেই সময় ওই এলাকার সিপিআইএম নেতা শাফাদুল মন্ডলের ছেলে মহিবুল মন্ডল টিউশনি পুরে বাড়ি ফিরছিল। তাঁকে দেখতে পেলে হঠাৎ তৃণমূলের সদস্যরা সাফাদুল মন্ডল কে লক্ষ্য করে গুলি চালায়। কিন্তু গুলি হাতে লাগায় বেঁচে যান শাফাদুল। অভিযোগ ঘটনাটি ঘটার সময় পুলিশ সেখানে উপস্থিত ছিল। পুলিশের সামনেই দুষ্কৃতীরা এই তান্ডব চালায়। এরপরে বোমা মারতে মারতে দুষ্কৃতীরা ঘটনা চলছে রে পালিয়ে যায়। আহত শাফাদুলকে প্রথমে কালীগঞ্জ গ্রামীণ হাসপাতাল, তারপর শক্তিনগর জেলা হাসপাতাল স্থানান্তরিত করা হয়। সেখানে চিকিৎসাধীন সিপিআইএম কর্মী সাফাদুল মন্ডল।