লক্ষ্মীর ভান্ডারের টাকা থেকেও কাটমানি খাওয়ার অভিযোগ উঠলো স্থানীয় এক ব্যবসায়ীর বিরুদ্ধে। লক্ষ্মীর ভান্ডারের এক হাজার টাকা অনলাইনে অ্যাকাউন্ট থেকে তুলতে গেলে প্রতিবারই ঐ ব্যবসায়ী ৩০০ টাকা করে কেটে নেন বলে অভিযোগ আকলিমা গাজী নামে ঐ মহিলার।

লেখাপড়া জানেন না তিনি, লক্ষ্মীর ভান্ডারের ১০০০টাই তার সম্বল অথচ সেখান থেকেও কমিশন নেওয়ার অভিযোগ। প্রতিমাসে ৩০০ টাকা করে কমিশন নেওয়ার অভিযোগ ওঠে দক্ষিণ ২৪ পরগনা জেলার ক্যানিং-এর এক ব্যবসায়ীর বিরুদ্ধে। স্থানীয় ব্যবসায়ী সমিতি ও পঞ্চায়েত সদস্যের কাছে অভিযোগ দায়ের করতেই সোজা হয়ে গেল অভিযুক্ত । বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস মিলেছে।

রাজ্যের মহিলাদেরকে যাতে স্বামী, সন্তানদের কাছে হাত খরচের জন্য টাকা চাইতে না হয় সেই কারণে রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলাদের জন্য চালু করেছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। কিন্তু সেই লক্ষ্মীর ভান্ডারের টাকা থেকেও কাটমানি খাওয়ার অভিযোগ উঠলো স্থানীয় এক ব্যবসায়ীর বিরুদ্ধে। লক্ষ্মীর ভান্ডারের এক হাজার টাকা অনলাইনে অ্যাকাউন্ট থেকে তুলতে গেলে প্রতিবারই ঐ ব্যবসায়ী ৩০০ টাকা করে কেটে নেন বলে অভিযোগ আকলিমা গাজী নামে ঐ মহিলার। ঘুটিয়ারিশরিফের বাসিন্দা আকলিমা একটি রাস্তার পাশের হোটেলে রান্নার কাজ করেন, সেখান থেকে যত টুকু রোজগার হয় তা দিয়ে সংসার ঠিকমতো চলে না, তাই লক্ষ্মীর ভান্ডার অন্যতম ভরসা। কিন্তু সেই টাকা স্থানীয় এক অনলাইনের দোকান থেকে তুলতে গেলে ঐ দোকানদার সেখান থেকে প্রতি মাসেই ৩০০ টাকা কেটে নেন বলে অভিযোগ। 

আকলিমা গাজী অভিযোগ করেন, তিনি লেখাপড়া জানেন না। লক্ষ্মীর ভান্ডারের প্রাপ্য টাকা তিনি আধার কার্ড দেখিয়ে এক দোকান থেকে অনলাইনের মাধ্যমে টাকা তুলতেন। অভিযোগ, প্রতিমাসেই তিনি ৭০০ টাকা হাতে পেতেন। কারণ হিসেব বলা হয় ৩০০ টাকা কমিশন কাটা হয়েছে। এমাসে টাকা তুলতে গিয়ে বলা হয় অ্যাকাউন্টে টাকা নেই। এরপরই তিনি বিষয়টি জানান বিভিন্ন স্তরে। এ বিষয়ে সোমবার স্থানীয় ব্যবসায়ী সমিতি ও পঞ্চায়েত সদস্যের কাছে অভিযোগ দায়ের করেছেন আকলিমা। অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন মাতলা ১ গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান প্রদীপ দাস। তিনি বলেন, অভিযু্ক্ত ব্যবসায়ীকে ডাকা হয়েছে। অভিযোগ সত্যি প্রমানিত হলে আইনের হাতে তুলে দেওয়া হবে। 

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।https://www.whatsapp.com/channel/0029Va9a73wK0IBjbT91jj2D