স্কুলে ক্লাস না করিয়ে মাইনে নেওয়ার অভিযোগ, প্রাথমিক স্কুল শিক্ষককে ঘিরে বিক্ষোভ
পেশায় সরকারি স্কুলের প্রাথমিক শিক্ষক হলেও ডাকসাইডে তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী ধ্রুবজ্যোতি সেন । তার বিরুদ্ধে অভিযোগ দলীয় প্রভাব খাটিয়ে স্কুলে সই করেই তিনি বেরিয়ে যান, স্কুলে ক্লাস করানোর কোনো প্রয়োজনীয়তা আছে বলে মনে করেন না তিনি ।
পেশায় সরকারি স্কুলের প্রাথমিক শিক্ষক হলেও ডাকসাইডে তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী ধ্রুবজ্যোতি সেন । তার বিরুদ্ধে অভিযোগ দলীয় প্রভাব খাটিয়ে স্কুলে সই করেই তিনি বেরিয়ে যান, স্কুলে ক্লাস করানোর কোনো প্রয়োজনীয়তা আছে বলে মনে করেন না তিনি। এমন অভিযোগ করে ওই স্কুলের পড়ুয়াদের অভিভাবকদের বিক্ষোভ | ঘটনাটি হাওড়া ডোমজুড় ব্লকের নিবড়া কনভার্টেড প্রাথমিক স্কুলে | স্কুলের সামনে অশান্তির খবর পেয়ে ছুটে আসে ডোমজুড় থানার পুলিশ আধিকারিকরা। তাঁরা এসে ওই শিক্ষককে ওই স্থান থেকে নিয়ে চলে যান।