Arabul Islam Attacked : ভাঙড়ে তুলকালাম! ব্যাপক ভাঙচুর, কোনক্রমে পালিয়ে বেঁচে এলাকা ছাড়লেন আরাবুল ইসলাম
ভাঙড়ে তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে তুলকালাম! ভাঙড়ে নিজের এলাকাতেই আক্রান্ত আরাবুল ইসলাম। আরাবুলের গাড়িতে ব্যাপক ভাঙচুর চালানো হয়। কোনক্রমে পালিয়ে বেঁচে এলাকা ছাড়েন আরাবুল।
ভাঙড়ে তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে তুলকালাম! ভাঙড়ে নিজের এলাকাতেই আক্রান্ত আরাবুল ইসলাম। আরাবুলের গাড়িতে ব্যাপক ভাঙচুর চালানো হয়। কোনক্রমে পালিয়ে বেঁচে এলাকা ছাড়েন আরাবুল। ভাঙচুর ও মারধরের অভিযোগ শওকত মোল্লার অনুগামীদের বিরুদ্ধে। ঘটনাস্থল ভাঙড়ের ওয়াড়ি এলাকা। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে