Pak Spy : সিকিউরিটি গার্ডের ছদ্মবেশে পাকিস্তানি গুপ্তচর! কলকাতা থেকে গ্রেফতার করল এনআইএ

Pakistani spy arrests : কলকাতার তপসিয়ায় হোটেল সাউথ ইন্টারন্যাশনালে নিরাপত্তার দায়িত্বে থাকা মহঃ ওয়াকিলকে পাক গুপ্তচর সন্দেহে গ্রেফতার করল এনআইএ। চাঁপদানীর বি এম বি সিকিউরিটি ম্যানেজমেন্ট কোম্পানির মাধ্যমে সে সেখানে নিযুক্ত ছিল।

Share this Video

কলকাতার তপসিয়ায় হোটেল সাউথ ইন্টারন্যাশনালে নিরাপত্তার দায়িত্বে থাকা মহঃ ওয়াকিলকে পাক গুপ্তচর সন্দেহে গ্রেফতার করল এনআইএ। চাঁপদানীর বি এম বি সিকিউরিটি ম্যানেজমেন্ট কোম্পানির মাধ্যমে সে সেখানে নিযুক্ত ছিল। এনআইএ সূত্রে জানা গেছে, সম্প্রতি ধৃত সিআরপিএফ জওয়ান মোতিরাম জাট এবং ইউটিউবার জ্যোতি মালহোত্রার জেরায় উঠে আসে ওয়াকিলের নাম। শনিবার সারা দেশে ১৫টি জায়গায় এনআইএ হানা দেয়, যার মধ্যে কলকাতার তপসিয়া, পার্ক স্ট্রিট ও মোমিনপুরের বেশ কিছু হোটেলেও তল্লাশি চালানো হয়।

ওয়াকিলের গ্রেফতার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে তার কর্মসংস্থানকারী সংস্থাও। সংস্থার ডিরেক্টর বৃহস্পতি বেহেরা জানিয়েছেন, পরিচয় যাচাইয়ের সব প্রক্রিয়া অনুসরণ করা হলেও ভবিষ্যতে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে। বর্তমানে সংস্থায় প্রায় ১০০ জন নিরাপত্তারক্ষী ২০টি সাইটে কাজ করছেন।

Related Video