
Amartya Sen Notice : নোবেলজয়ী অমর্ত্য সেনকে কেন দেওয়া হল নোটিশ? বেরিয়ে এল আসল কারন! দেখুন
Amartya Sen Notice : অমর্ত্য সেনের শান্তিনিকেতনের বাড়িতে পৌঁছাল ভোটার সংশোধনের নোটিশ। অমৃতা সেনের তথ্যে ভুলের কারণে আগামী ১৬ই জানুয়ারি তাঁকে বোলপুর শ্রীনিকেতন ব্লক অফিসে তলব করা হয়েছে। দেখুন বিস্তারিত।
Amartya Sen Notice : নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের শান্তিনিকেতনের বাড়ি ‘প্রতীচী’তে পৌঁছে গেল প্রশাসনের নোটিশ। ভোটার তালিকা সংশোধন বা এসআইআর (SIR) প্রক্রিয়ার অংশ হিসেবে বুধবার তাঁর বাড়িতে যান বিএলও এবং নির্বাচন সংক্রান্ত আধিকারিকরা।
মঙ্গলবার রামপুরহাটের একটি জনসভা থেকে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন যে, ভোটার তালিকার তথ্য যাচাইয়ের জন্য অমর্ত্য সেনকেও নোটিশ পাঠানো হয়েছে। সেই কথা মতোই বুধবার সকালে বোলপুর শ্রীনিকেতন ব্লকের আধিকারিকরা অমর্ত্য সেনের প্রতিনিধির হাতে চিঠিটি তুলে দেন। যদিও এই বিষয়ে সংবাদমাধ্যমের সামনে কোনো মন্তব্য করতে চাননি ওই আধিকারিকরা।
প্রশাসন সূত্রে খবর, অমর্ত্য সেনের মা অমৃতা সেনের জন্মসাল সংক্রান্ত তথ্যে কিছু ভুল রয়েছে। সেই ত্রুটি সংশোধনের জন্যই প্রয়োজনীয় নথিপত্র নিয়ে আগামী ১৬ই জানুয়ারি বোলপুর শ্রীনিকেতন ব্লক অফিসে তলব করা হয়েছে। তবে এক্ষেত্রে অমর্ত্য সেনকে সশরীরে উপস্থিত থাকতে হবে না। তাঁর হয়ে কোনো প্রতিনিধি গিয়ে নথিপত্র জমা দিলেই প্রক্রিয়াটি সম্পন্ন হবে।
এদিকে এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন অমর্ত্য সেনের ঘনিষ্ঠরা। তাঁর প্রতিনিধি শান্তু ভানু সেন এবং গীতিকণ্ঠ মজুমদার জানিয়েছেন, একজন নোবেলজয়ীকে এভাবে নোটিশ পাঠানো অত্যন্ত নিন্দনীয় এবং সম্মানহানিকর। এই ঘটনাকে কেন্দ্র করে শান্তিনিকেতনে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়েছে।