
'বীরভূমের নেতা আজ জেলবন্দি' বীরভূমে অনুব্রতকে তীব্র আক্রমণে অমিত শাহ
বঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রথমেই জানালেন নববর্ষের শুভেচ্ছা। বগটুইতে যাঁদের মৃত্যু হয়েছিল, তাঁদের শ্রদ্ধা জানালেন অমিত শাহ। অনুব্রতকে তীব্র আক্রমণে অমিত শাহ। 'বীরভূমের নেতা আজ জেলবন্দি।
বঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রথমেই জানালেন নববর্ষের শুভেচ্ছা। বগটুইতে যাঁদের মৃত্যু হয়েছিল, তাঁদের শ্রদ্ধা জানালেন অমিত শাহ। অনুব্রতকে তীব্র আক্রমণে অমিত শাহ। 'বীরভূমের নেতা আজ জেলবন্দি। যাঁকে কেন্দ্র সরকার গরু পাচার মামলায় জেলে পাঠিয়েছে, তাঁকে আজও মমতা জেলা সভাপতি বানিয়ে রেখেছে। দিদি-ভাইপোর জুটিকে হারানোর একটাই রাস্তা বিজেপি।'