সংক্ষিপ্ত

প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শেষকৃত্যে গান স্যালুট দেওয়া হবে কিনা তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। পরিচালক অনিক দত্ত জানিয়েছেন, মীরা ভট্টাচার্য গান স্যালুট চান না।

গান স্যালুট দিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বিদায় জানাতে চেয়েছিলেন মমতা। এ ছাড়াও বুদ্ধদেব বাবুর দেহ নন্দন ও রবীন্দ্রসদনে রাখার কথাও বলেছিলেন। কিন্তু কোনও আবদারও রাখেনি বাম দল। কিন্তু বামেদের কর্মসূচীতে কোথাও গান স্যালুটের উল্লেখ নেই।

তাই আদৌ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে গান স্যালুট দেওয়া হবে কি না তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। এই নিয়ে মুখ খুলেছেন পরিচালক অনীক দত্তও।

আরও পড়ুন:-প্রেমের ভয়ঙ্কর পরিণতি! ভিনধর্মী ছেলের সঙ্গে প্রেম করায় ভরা বাজারে বোনকে খুন করল দাদা

একটি সাক্ষাৎকারে পরিচালক জানান, "এক সময় বুদ্ধদেব ভট্টাচার্যকে যাঁরা হেনস্থা করেছেন তাঁরা আজ সেখানে হাজির হয়েছিল। কেন? আজ বুদ্ধদেব ভট্টাচার্যের ঘরে ঢুকে ওঁনার সামনে দাঁড়িয়ে ক্ষমা চেয়েছি। কার হয়ে চাইলাম জানি না। আমার হয়েই ক্ষমা চেয়ে নিলাম ওঁর কাছে। আমি মীরা দেবীকে বলি, গান স্যালুটটা হতে দেবেন না। উত্তরে মীরা ভট্টাচার্য জানিয়েছেন, ‘আমারও একদম ইচ্ছে নেই।’ মীরা দেবীর এই বার্তা তিনি শতরূপ ঘোষ-সহ দলের বাকি সদস্যদের কাছে পৌঁছে দেবেন বলে জানিয়েছেন পরিচালক।

বহুদিন ধরেই শ্বাসকষ্ট জনিত সমস্যায় ভুগছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। বৃহস্পতিবার সকাল ৮ নাগাদ শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। শুক্রবার সকালে পিস ওয়ার্ল্ড থেকে বিধানসভার উদ্দেশ্যে যাত্রার সঙ্গে শুরু হবে বুদ্ধদেবের অন্তিম সফর। দেহ দান করা আছে তাই। তাঁর শেষ যাত্রার পরে দেহ এসএসকেএমের হাতে তুলে দেওয়া হবে।