Sandeshkhali News: বিধানসভা নির্বাচনের আগে ফের উত্তপ্ত সন্দেশখালি। ইডির পর এবার আক্রান্ত পুলিশ। ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে ১৩। আর কাদের গ্রেফতার করল পুলিশ? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Sandeshkhali News: সন্দেশখালির ঘটনায় মূল অভিযুক্ত মুসা মোল্লা গ্রেফতার। পুলিশের উপর হামলা ও পুলিশ লেখা গাড়িতে ভাঙচুর করার ঘটনায় এবার গ্রেফতার মূল অভিযুক্ত মুসা মোল্লা। যারফলে গ্রেফতারের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৩। জানা গিয়েছে, গত শুক্রবার রাতে সন্দেশখালীর ন্যাজাট থানার রাজবাড়ী পুলিশ ফাঁড়ির সংলগ হুলো পাড়া এলাকায় রাতে আদালতের নির্দেশে মুসা মল্লার বাড়িতে পুলিশ গেলে পুলিশের উপর আক্রমণ চালায় মুসা মোল্লা ও তার দলবল । আক্রান্ত হয় চার পুলিশ কর্মী ভাঙচুর করা হয় পুলিশ লেখা গাড়ি । সেই ঘটনায় শনিবার গ্রেফতার হয় ৯ জন। সোমবার গ্রেফতার হয় আরও ৩ জন। আজ মূল অভিযুক্ত মুসা মোল্লা গ্রেফতার।

পুলিশের ওপর আক্রমণে বাড়ছে ধৃতের সংখ্যা:- 

জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার সন্দেশখালি বিধানসভার অন্তর্গত থানার বয়ারমারী এলাকার ঘটনা। আগেই নয়জনকে গ্রেফতার করেছিল পুলিশ। আগেই গ্রেফতার হয়েছে মুসা মোল্লার ভাই মুর্তজা মোল্লা ও দুই ভাইপো মন্তাজুল মোল্লা ও মনোয়ার হোসেন মোল্লা ওরফে রেজাউল মোল্লাকে গ্রেফতার করল ন্যাজাট থানার পুলিশ। মিনাখাঁ থানা থেকে বসিরহাট মহাকুম আদালতে আনা হয় ধৃত তিন জনকে।

২০২৪ এর লোকসভা নির্বাচনের আগে ৫,ই জানুয়ারি রেশন দুর্নীতি মামলায় তদন্ত করতে গিয়ে শেখ শাহাজানের অনুগামীদের হাতে আক্রান্ত হয়েছিল ইডি আধিকারিক এবার ২০২৬ বিধানসভা নির্বাচনের আগে আদালতের বিচারাধীন জমি মামলার নোটিশ দিতে গিয়ে আক্রান্ত হন এক পুলিশ আধিকারিক সহ চারজন এই ঘটনায় নয় জন গ্রেফতার করলে তাদের ১০ দিনের পুলিশে হেফাজতের নির্দেশ দিয়েছে বসিরহাট মহাকুমা আদালত

উত্তর ২৪ পরগনার বসিরহাট মহাকুমার নেজাট থানার বোয়ালমারী দু'নম্বর গ্রাম পঞ্চায়েতের হুলোপাড়ার শেখ শাহাজাহান ঘনিষ্ঠ মুসামল্লা সন্দেশখালীর ঘটনায় মূল অভিযুক্ত পুলিশের খাতায় তিনি এখন ফেরার আমরা যখন তার বাড়িতে যায় তখন বাড়িতে কেউ নেই সবাই পলাতক।

 শুনশান এলাকা। এলাকার মানুষ আতঙ্কে আছে কারণ পুলিশের উপরে হামলার করার জন্য এলাকার মানুষ ভয়ে ভয়ে রাত্রি যাপন করছেন কারণ এই ঘটনায় কখন কোন মুহূর্তে পুলিশ কাকে তুলে নিয়ে যায় সেই নিয়ে আতঙ্ক গ্রাস করেছে গোটা গ্রাম সাজানের ঘনিষ্ঠ মুশা মোল্লার বিরুদ্ধে একাধিক জোরপূর্বক জমি দখল মাছের ভেরি লুুট সহ একাধিক অভিযোগ রয়েছে। 

মুসাকে ধরতে গিয়েছিল রাজবাড়ী থানার পুলিশ শুক্রবার রাত্রিবেলা এলাকায় জনরোজ তৈরি করা পুলিশের গাড়ি ভাঙচুর পুলিশকে অতর্কিত হামলা করা এই অভিযোগ রয়েছে মুসার বিরুদ্ধে ইতিমধ্যে এর পিছনে অন্য কোন কারণ আছে কিনা সেটাও খতিয়ে দেখছে তদন্তকারী অফিসাররা। অর্থাৎ সন্দেশখালিতে পুলিশ আক্রান্তের ঘটনায় গ্রেফতার বেড়ে দাঁড়ালো ১৩ পাশাপাশি গোটা ঘটনার তদন্ত প্রক্রিয়া চালাচ্ছেন ন্যাজাট থানার পুলিশ।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।