সংক্ষিপ্ত

তাঁকে আসানসোল জেল থেকে বের করার পরেই জেলের বাইরেটা গোবর জল দিয়ে পরিষ্কার করেছেন সেখানকার বিরোধী দলের নেতা-কর্মীরা। 

গরু পাচারকাণ্ডে অভিযুক্ত বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে নিয়ে দোলের দিন সকালেই কলকাতার উদ্দেশে রওনা হলেন আসানসোল সংশোধনাগার কর্তৃপক্ষ। মঙ্গলবার সকাল ৬টা ৫০ মিনিট নাগাদ তাঁকে আসানসোল সংশোধনাগার থেকে বার করে নিয়ে আসা হয়। তাঁকে কলকাতায় নিয়ে যাওয়ার জন্য কন্ট্রোলার কৃশানু গঙ্গোপাধ্যায় এবং তাঁর এক জন সহযোগীকে পাঠিয়েছে আসানসোল সংশোধনাগার কর্তৃপক্ষ। হেভিওয়েট নেতার নিরাপত্তার জন্য মোতায়েন করা হয়েছে আসানসোল-দুর্গাপুর পুলিশের এক জন ইনস্পেক্টর, তিন জন সাব ইনস্পেক্টর, ১২ জন সশস্ত্র পুলিশের একটি বিশেষ বাহিনী এবং দু’টি পাইলট গাড়িও। পাইলট গাড়ির একটি কনভয়ের সামনে এবং অন্যটি পিছনে রয়েছে। অ্যাম্বুল্যান্সে করে পাঠানো হয়েছে জেলা হাসপাতালের এক জন চিকিৎসক অমিয়সিন্ধু দাস এবং তাঁর এক জন সহযোগীকে।

তাঁকে আসানসোল জেল থেকে বের করার পরেই জেলের বাইরেটা গোবর জল দিয়ে পরিষ্কার করেছেন সেখানকার বিরোধী দলের নেতা-কর্মীরা। আপাতত রাজ্য পুলিশের তত্ত্বাবধানেই কলকাতায় নিয়ে আসা হচ্ছে অনুব্রতকে। কলকাতা নিয়ে গিয়ে তাঁকে প্রথমে জোকা ইএসআই হাসপাতালে চিকিৎসা করানো হচ্ছে। সেখান থেকে তাঁর শারীরিক অবস্থার শংসাপত্র নিয়ে তারপর তাঁকে দিল্লি নিয়ে যাওয়ার জন্য ইডির হাতে তুলে দেওয়া হবে। কলকাতা হাই কোর্টের নির্দেশে অনুব্রতের সঙ্গে এক জন চিকিৎসককেও দিল্লি নিয়ে যাবে ইডি। দিল্লি পৌঁছে রাউস অ্যাভিনিউ আদালতে অনুব্রতকে হাজির করানো হতে পারে।

সকাল সকাল গাড়িতে আসার পথে শক্তিগড়ে কচুরি আর তরকারি দিয়ে প্রাতরাশ সেরেছেন কেষ্ট মণ্ডল। তবে, প্রাতরাশ সেরে গাড়িতে ওঠার আগে সাংবাদিকদের দেখলেও নীরব থেকেছেন তিনি। দোলের সকালে রাজ্যবাসির জন্য কোনও শুভেচ্ছাবার্তা পাওয়া যায়নি তৃণমূল জেলা সভাপতির কাছ থেকে।

আরও পড়ুন-

হিন্দু মন্দিরে মুসলিম দম্পতির নিকাহ, বিশ্ব হিন্দু পরিষদ ও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের উপস্থিতিতে বিয়ে দিলেন মৌলবিরা
 বৃষ্টির পূর্বাভাসের মধ্যেই বেড়ে গেল কলকাতার তাপমাত্রা, দোলের দিন কেমন থাকবে বাংলার আবহাওয়া?

মঙ্গলবার কি জ্বালানির দামে হেরফের, নাকি আপাতত স্থিতিশীল রইল দর? চোখ রাখুন লেটেস্ট আপডেটে