- Home
- West Bengal
- West Bengal News
- DA News Verdict: ২৫% ছাড়াও রয়েছে বকেয়া বেতন ও ভাতা! জানেন রাজ্য সরকারি কর্মীদের অ্যাকাউন্টে মোট কত টাকা ঢুকবে?
DA News Verdict: ২৫% ছাড়াও রয়েছে বকেয়া বেতন ও ভাতা! জানেন রাজ্য সরকারি কর্মীদের অ্যাকাউন্টে মোট কত টাকা ঢুকবে?
সুপ্রিম কোর্টের রায়ে রাজ্য সরকারি কর্মীদের ২৫ শতাংশ ডিএ দেওয়ার নির্দেশ। ভাস্বর ঘোষ দাবি করেন, শুধু ২৫ শতাংশ নয়, সুদ-সহ সম্পূর্ণ বকেয়া ডিএ পাওয়ার অধিকার রয়েছে কর্মীদের।
110

Image Credit : stockPhoto
এই ডিএ মামলার রায় ঘোষণার পর থেকেই চলছে জটিলতা। এবার এই ডিএ নিয়ে বিস্ফোরক মন্তব্য করবেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্বর ঘোষ।
210
Image Credit : facebook
আদালতে প্রথমে ৫০ শতাংশ ডিএ (DA) দেওয়ার কথা বলা হয়। দীর্ঘ লড়াইয়ের পর বকেয়া মহার্ঘভাতা (DA) মামলায় রাজ্য সরকারি কর্মীদের পক্ষে রায় দিল সুপ্রিম কোর্ট।
310
Image Credit : our own
রাজ্য সরকারের যুক্তি শুনে শীর্ষ আদালত সিদ্ধান্ত নেয় ৫০ নয় ২৫ শতাংশ ডিএ দিতে হবে।
410
Image Credit : our own
ভাস্বর ঘোষ দাবি করেছেন শুধু ২৫ শতাংশ ডিএ নয়। সঙ্গে দিতে হবে সুদ। কেন্দ্রের সমান DA পাবেন রাজ্য় সরকারি কর্মীরা।
510
Image Credit : our own
ভাস্বর ঘোষ বলেন, রাজ্য সরকারের এই বর্ধিত মহার্ঘ ভাতা শুধুমাত্র রাজ্য সরকারি কর্মীরাই উপভোগ করবে তা কিন্তু নয়, বরং পৌরসভা, পঞ্চায়েত, সরকার পোষিত বিদ্যালয় এবং অন্যান্য সমস্ত সরকারি উদ্যোগের কর্মীরাও আইনত মহার্ঘ ভাতার অধিকারী।
610
Image Credit : our own
তিনি বলে, সরকার প্রথমে তাঁদের এই ডিএ-র লড়াইয়ের ভাঙন ধরাতে চেয়েছিলেন। তিনি আরও বলেন, বকেয়া ডিএ-র প্রতিটি পয়সা ১০০ শতাংশ সুদ সহ আদায় করা হবে।
710
Image Credit : our own
তিনি দৃঢ়তার সঙ্গে জানান, এই ধরনের কোনও পদক্ষেপ সংগ্রামী যৌথ মঞ্চ হতে দেবে না এবং ঐক্যবদ্ধভাবে তারা মোকাবিলা করে সকলেক জন্য সম্পূর্ণ টাকা আদায় করবে।
810
Image Credit : our own
উদাহরণস্বরূপ তিনি জানান যে কর্মরতদের একাংশকে ডিএ দিয়ে বাকিদের বা অসরপ্রাপ্তদের না দেওয়ার প্রবণতা তৈরি করা হয়েছিল।
910
Image Credit : our own
ফলে শীঘ্রই রাজ্য সরকারি কর্মীদের অ্যাকাউন্টে ঢুকবে বাড়তি টাকা। তারা কেন্দ্রের সমান ডিএ পাবেন বলে আন্দাজ করা হচ্ছে।
1010
Image Credit : our own
ফলে কবে রাজ্য সরকারি কর্মীদের মুখে হাসি ফুটবে অ্যাকাউন্টে ঢুকবে টাকা সেই দিকে তাকিয়ে রয়েছে কর্মীরা।
Latest Videos

