৬টি মোষের গাড়িতে কয়লা পাচার হচ্ছিল, হাতেনাতে পাকড়াও চালক, উদ্ধার ১২ টন কয়লা

টন টন কয়লা পাচারের চেষ্টা, হাতে নাতে পাকড়াও চালক। রাতের অন্ধকারে কয়লা পাচারের চেষ্টা। । ঝাড়খণ্ডে কয়লা পাচার করা হচ্ছিল বলে অনুমান। বীরভূমের সদাইপুর থানার পুলিশ অভিযান চালায়। রেঙ্গুনি এলাকায় ৬টি মোষের গাড়িতে করে কয়লা পাচার করা হচ্ছিল। 

/ Updated: Jan 27 2023, 06:07 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

টন টন কয়লা পাচারের চেষ্টা, হাতে নাতে পাকড়াও চালক। রাতের অন্ধকারে কয়লা পাচারের চেষ্টা। । ঝাড়খণ্ডে কয়লা পাচার করা হচ্ছিল বলে অনুমান। বীরভূমের সদাইপুর থানার পুলিশ অভিযান চালায়। রেঙ্গুনি এলাকায় ৬টি মোষের গাড়িতে করে কয়লা পাচার করা হচ্ছিল। অভিযান চালিয়ে প্রায় ১২ টন কয়লা উদ্ধার করে সদাইপুর থানার পুলিশ।