'আরও দশটা মামলা করুক, জেলে রাখুক, আসানসোল কলকাতার কাছে পরাজিত হবে না' - জিতেন্দ্র তিওয়ারি

কম্বল বিলিকাণ্ডে আজ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারিকে আসানসোল আদালতে পেশ করা হয়। জিতেন্দ্র তিওয়ারি বলেন, ‘আসানসোল কলকাতার কাছে মাথা নত করবে না। আসানসোলকে কলকাতা দমিয়ে রাখতে পারবে না। প্রয়োজন হলে আরও দশটা মামলা করুক।’

Share this Video

কম্বল বিলিকাণ্ডে আজ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারিকে আসানসোল আদালতে পেশ করা হয়। জিতেন্দ্র তিওয়ারি বলেন, 'আসানসোল কলকাতার কাছে মাথা নত করবে না। আসানসোলকে কলকাতা দমিয়ে রাখতে পারবে না। প্রয়োজন হলে আরও দশটা মামলা করুক। এক বছর জেলে রাখুক, তবুও আসানসোল কলকাতার কাছে পরাজিত হবে না। বিস্ফোরক মন্তব্য জিতেন্দ্র তিওয়ারির। 

Related Video