মাঝ রাতে বিকট আওয়াজ, বিস্ফোরণে উড়ল রান্নাঘরের ছাউনি, গ্রেফতার বাবা ও ছেলে

গভীর রাতে বিকট আওয়াজ। কেঁপে উঠল বাড়িঘর, উড়ে গেল বাড়ির টিনের ছাদ। কুলটিতে বিস্ফোরণে উড়ে গেল রান্নাঘরের ছাউনি। রাত প্রায় দুটো নাগাদ হঠাৎ বিস্ফোরণ। আসানসোলের কুলটি থানার শাকতোড়িয়ার ময়লাগাদা এলাকার ঘটনা।

Share this Video

গভীর রাতে বিকট আওয়াজ। কেঁপে উঠল বাড়িঘর, উড়ে গেল বাড়ির টিনের ছাদ। কুলটিতে বিস্ফোরণে উড়ে গেল রান্নাঘরের ছাউনি। রাত প্রায় দুটো নাগাদ হঠাৎ বিস্ফোরণ। আসানসোলের কুলটি থানার শাকতোড়িয়ার ময়লাগাদা এলাকার ঘটনা। এলাকার বাসিন্দা সুভাষ ঘাসির বাড়িতে হয় বিস্ফোরণ। বিস্ফোরণের আওয়াজে ঘুম ভাঙে এলাকাবাসীর। বাড়ির নানা জায়গায় ফাটল ধরেছে। অভিযোগ, পারিবারিক বিবাদের জেরে বিস্ফোরণ ঘটানো হয়েছে। ঘটনায় হতাহতের খবর নেই। তদন্তকারীদের অনুমাণ, ঘরের ভিতরেই বিস্ফোরক রাখা ছিল। তদন্ত শুরু করেছে কুলটি থানার পুলিশ। 

Related Video