Balurghat : ফের ভাঙল আত্রেয়ী নদীর বাঁধ! চরম কথা বলে দিলেন সুকান্ত

Balurghat Latest News : দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের আত্রেয়ী নদীর প্রবল জলের চাপে ফের বাঁধ ভেঙে পড়েছে। ফলে এলাকাজুড়ে বিপর্যয় তৈরি হয়েছে। ঘটনাস্থলে পৌঁছে রাজ্য সরকারকে কটাক্ষ করেছেন বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার।

Share this Video

Balurghat Latest News : প্রবল জলের চাপে ফের ভেঙে পড়ল দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের আত্রেয়ী নদীর বাঁধ। বাঁধ ভেঙে আশপাশের এলাকায় জল ঢুকে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। ঘটনার পর দ্রুত এলাকায় পৌঁছান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করে বলেন, প্রশাসনের গাফিলতির ফলেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। স্থানীয়দের নিরাপত্তা ও রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

Related Video