Sukanta Majumdar: বিজেপি কনভেনরের ওপর হামলা, প্রতিবাদে বিক্ষোভ সুকান্ত মজুমদারের

বিজেপি কনভেনরের ওপর হামলার ঘটনায় বিক্ষোভ সুকান্তর। হাওড়া সদর সাংগঠনিক জেলার পাঁচলা বিধানসভার বিজেপি কনভেনরের ওপর হামলা। পাঁচলায় এসপি অফিসের সামনে বিক্ষোভ কর্মসূচি বিজেপির।

/ Updated: Feb 21 2024, 10:05 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে এক হাত নিলেন বঙ্গবিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। বিজেপি কনভেনরের ওপর হামলার ঘটনায় বিক্ষোভ সুকান্তর। হাওড়া সদর সাংগঠনিক জেলার পাঁচলা বিধানসভার বিজেপি কনভেনরের ওপর হামলা। কনভেনর প্রশান্ত দাসের উপর থানার সামনে তৃণমূল দুষ্কৃতীর হাতে আক্রান্ত হওয়ার অভিযোগ। পুলিশ সুপার অপদার্থ বলে প্রতিবাদ জানান সুকান্ত।পাঁচলায় এসপি অফিসের সামনে বিক্ষোভ কর্মসূচি বিজেপির।