- Home
- West Bengal
- West Bengal News
- শান্তির দাবিতে অশান্তি কবলিত হাওড়ায় মিছিল বাংলা পক্ষের, বাঙালিকে ভয় না পাওয়ার বার্তা
শান্তির দাবিতে অশান্তি কবলিত হাওড়ায় মিছিল বাংলা পক্ষের, বাঙালিকে ভয় না পাওয়ার বার্তা
- FB
- TW
- Linkdin
দাঙ্গা কবলিত হাওড়ার লিলুয়ায় বাংলা পক্ষর তরফ থেকে রবিবার দাঙ্গাবিরোধী শান্তি মিছিল করা হয়। এই মিছিল যে বাঙালির অধিকারের মিছিল, তা বার বার জানিয়ে দেওয়া হয়।
বিগত কয়েক দিন উত্তপ্ত হাওড়া। জেলার বিভিন্ন এলাকায় বহিরাগতদের হাতে উত্তপ্ত হয়েছে মাটি। সব মিলিয়ে দাঙ্গা কবলিত হাওড়া। সেই হাওড়ার লিলুয়ায় দাঙ্গা বিরোধী শান্তি মিছিল করল বাংলা পক্ষ।
শান্তির পক্ষে, বাঙালির অধিকারের দাবিতে, ভূমিপুত্র সংরক্ষণের দাবিতে বাংলা পক্ষর মহামিছিল হল রবিবার। বাংলা পক্ষর সাধারণ সম্পাদক অধ্যাপক গর্গ চট্টোপাধ্যায় এই মিছিলে নেতৃত্ব দেন।
"বাংলার এই পুণ্য মাটিতে, দাঙ্গাবাজের ঠাঁই নেই" স্লোগানে গর্জন করলো প্রায় হাজার খানেক বাঙালি। "বাঙালি তোমার ভয় নাই, রাজপথ ছাড়ি না" স্লোগানে ভাসল লিলুয়ার আকাশ বাতাস।
মিছিল আয়োজন করে হাওড়ার জেলা সম্পাদক মিঠুন মন্ডল ও হাওড়া জেলা কমিটি। এছাড়াও মিছিলে উপস্থিত ছিলেন বাংলা পক্ষর শীর্ষ পরিষদ সদস্য তথা সাংগঠনিক সম্পাদক কৌশিক মাইতি, শীর্ষ পরিষদ সদস্য তথা হাওড়া জেলার পর্যবেক্ষক মনন মন্ডল।
মিছিলে উপস্থিত থাকেন শীর্ষ পরিষদ সদস্য সোয়েব আমিন, হুগলীর জেলা সম্পাদক দর্পন ঘোষ, উত্তর চব্বিশ পরগনা শিল্পাঞ্চলের মামুদ আলি মন্ডল, উত্তর চব্বিশ পরগনা শহরাঞ্চলের জেলা সম্পাদক পিন্টু রায়, উত্তর চব্বিশ পরগনা গ্রামীনের জেলা সম্পাদক দেবাশীষ মজুমদার এবং হাওড়ার জেলা কমিটি সদস্যরা।
গর্গ চট্টোপাধ্যায় বলেন, "দাঙ্গার বিরুদ্ধে শান্তির বার্তা দিতেই এই মিছিল। বাঙালির বুকে সাহস জোগাতে এই মিছিল। চাকরি, কাজ, ব্যবসায় বাঙালির অধিকারের দাবিতে এই মিছিল ছিল।
তিনি আরও বলেন এই মিছিলে হাওড়ার বাঙালি মনে শক্তি পাবে। আমরা বহিরাগত দাঙ্গাবাজদের হুঁশিয়ারি দিচ্ছি, বাংলার মাটিকে উত্তপ্ত করবেন না। চৈতন্যদেব, রবি ঠাকুর, কবি নজরুল, বেগম রোয়েকা, ঠাকুর রামকৃষ্ণ, লালন সাঁই, বিবেকানন্দ, বীর সুভাষের এই মাটিতে দাঙ্গাবাজদের কোনো ঠাঁই নেই।