স্কুলে থাকছে বাংলা, অবশেষে চাকরি ফিরল আরিয়াদহ নওদাপারা হোলি চাইল্ড স্কুলের বাংলার শিক্ষিকার

গত ১৭ মার্চ স্কুলে বাংলার শিক্ষিকাকে বরখাস্ত করে আরিয়াদহ নওদাপারা হোলি চাইল্ড স্কুল | প্রতিবাদে ২০ মার্চ স্কুলের সামনে শান্তিপূর্ণ জমায়েত বাংলা পক্ষর, অবশেষে চাকরি ফিরে পেলেন বাংলার শিক্ষিকা |

Share this Video

অবশেষে চাকরি ফেরত পেলেন আরিয়াদহ নওদাপারা হোলি চাইল্ড স্কুলের বাংলার শিক্ষিকা। সম্প্রতি বাংলা ভাষাকে 'নন এক্সিস্টেন্ট ল্যাঙ্গুয়েজ'-এর তকমা দিয়ে বাংলার শিক্ষকের হাতে টার্মিনেশন লেটার ধরানোর ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল রাজ্য জুড়ে। ঘটনার তিন দিনের মাথায় নিজেদের অবস্থান থেকে পিছু হটল স্কুল। স্কুলের আচরণের প্রতিবাদে ২০ মার্চ আরিয়াদহ নওদাপারা হোলি চাইল্ড স্কুলের সামনে জমায়েত করেন বাংলা পক্ষের কর্মীরা। শান্তিপূর্ণ জমায়েতের মাধ্যমে অভিভাবকদের সঙ্গেও কথা বলেন তাঁরা। স্কুল কর্তৃপক্ষের সঙ্গেও কথা বলেন বাংলাপক্ষের সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায় এবং সাংগঠনিক সম্পাদক কৌশিক মাইতি। এর পরই অপসারিত বাংলার শিক্ষিকাকে পুণর্বহাল করার সিদ্ধান্ত ঘোষণা করে স্কুল কর্তৃপক্ষ। 

Related Video