শাশুড়িকে মা বানিয়ে আধার কার্ড, ভোটার কার্ড! পুলিশি তদন্তে সব ফাঁস

Bangladeshi Infiltrator : উত্তর ২৪ পরগনার বাগদার বাগি গ্রামে বাংলাদেশি নাগরিক রিজাউল মন্ডলের বিরুদ্ধে ভুয়ো পরিচয়ে ভারতীয় ভোটার হওয়ার অভিযোগ। শাশুড়িকে ‘মা’ পরিচয় দিয়ে ভোটার তালিকায় নাম তোলার অভিযোগ ঘিরে এলাকায় চাঞ্চল্য।

Share this Video

Bangladeshi Infiltrator : উত্তর ২৪ পরগনার বাগদা ব্লকের বাগি এলাকায় এক বাংলাদেশি নাগরিকের ভারতীয় ভোটার হিসেবে নাম ওঠার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, বাংলাদেশের ঝিনাইদহ জেলার বাসিন্দা রিজাউল মন্ডল শাশুড়ি চেয়ার বানু মন্ডলকে 'মা' পরিচয় দিয়ে নিজের নাম ভারতীয় ভোটার তালিকায় তুলেছেন।

জানা গেছে, প্রায় ৩০ বছর আগে তিনি ভারতের এক নারীকে বিয়ে করে এখানে বসবাস শুরু করেন। সম্প্রতি তাঁর ছেলে ফিরোজ এক মেয়েকে নিয়ে পালিয়ে যাওয়ার পর তদন্তে রিজাউল ও তাঁর ছেলের বাংলাদেশি পরিচয় প্রকাশ্যে আসে।

এই ঘটনাকে কেন্দ্র করে বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি দেবদাস মণ্ডল বলেন, “বাগদায় এমন শতাধিক বাংলাদেশি রয়েছে, যারা তৃণমূলের আশীর্বাদে ভোটার হয়েছে। এটা তাদের ভোটব্যাঙ্ক।”
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ভোটের আগে ভুয়ো ভোটার ইস্যুতে ফের উত্তাল রাজনৈতিক পরিস্থিতি।

Related Video