সংক্ষিপ্ত
দার্জিলিং-এর হোটেলে বাংলাদেশি পর্যটকদের বয়কট করা হবে- দিন কয়েক ধরে এমনটাই জল্পনা চলছিল। বিভিন্ন সংগঠন ও হোটেল ব্যবসায়ীরা এবার সম্মিলিতভাবে বাংলাদেশি পর্যটকদের বয়কটের কথা জানিয়ে দিয়েছেন।
দার্জিলিং-এর আর কোনও হোটেলে জায়গা হবে না বাংলাদেশি পর্যটকদের। সোমবার এমনই সিদ্ধান্তের কথা জানাল দার্জিলিং-এর ব্যবসায়ী সমিতির। হোটেল ব্যবসায়ীদের বক্তব্য, ব্যবসার ক্ষতি হোক, আপত্তি নেই। কিন্তু বাংলাদেশিদের কোনও জায়গা হবে না। প্রতিবেশী দেশে উদ্ভুত পরিস্থিতি ও ভারতের প্রতি বিভিন্ন অবমাননাকর মন্তব্যের পরিপ্রেক্ষিতে এই অবস্থান নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন পাহাড়ের ব্যবসায়ীরা।
দার্জিলিং-এর হোটেলে বাংলাদেশি পর্যটকদের বয়কট করা হবে- দিন কয়েক ধরে এমনটাই জল্পনা চলছিল। বিভিন্ন সংগঠন ও হোটেল ব্যবসায়ীরা এবার সম্মিলিতভাবে বাংলাদেশি পর্যটকদের বয়কটের কথা জানিয়ে দিয়েছেন। গ্রেটার শিলিগুড়ি হোটেলিয়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সোমবার জানিয়েছে, দার্জিলিং পুলিল জেলার অন্তর্গত বিভিন্ন হোটেল ও তার বাইরে যেসমস্ত হোটেল রয়েছে - সব হোটেলের মালিকরা দফায় দফায় আলোচনা করেছে। শেষপর্যন্ত ভোটাভুটি করে বাংলাদেশিদের বয়কটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বয়কটের পক্ষে ভোট পড়েছিল ৯৭ শতাংশ।
অন্যান্যবারের মত শীতের মরশুমে বাংলাদেশি পর্যটকদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। প্রতি বছরই এই সময় গড়ে ২৫ থেকে ৩০ হাজার বাংলাদেশি পর্যটক দার্জিলিং যায় বেড়াতে। চলতি বছর তাদেরই বয়কটের সিদ্ধান্ত নিয়েছে ব্যবসায়ীরা। তবে এই সিদ্ধান্ত নেওয়া হলেও পর্যটন শিল্পে বড় ক্ষতি হয়ে যাবে বলেও জানিয়েছেন তাঁরা। কিন্তু দেশের জন্য এইটুকু তারা করবেন। হোটেল মালিকদের কথায় ভারতের জাতীয় পতাকার অবমাননা ও ভারতের প্রতি কটূক্তির জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যতদিন পর্যন্ত বাংলাদেশ এই নিয়ে দুঃখ প্রকাশ করবে ততদিন এই সিদ্ধান্ত বজায় থাকবে বলেও জানিয়েছেন তাঁরা। সম্প্রতি বাংলাদেশে ভরত বিদ্বেষ চলছে। কলকাতা দখল করার হুঁশিয়ারি দিয়েছে সেই দেশের প্রাক্তন সেনা কর্তরা।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।