পঞ্চায়েত ভোটের আগে ব্যাগভর্তি বোমা সহ আটক দুটি গাড়ি, চালক সহ আটক মোট আট জন
পঞ্চায়েত ভোটের আগে আবারও তাজা বোমা উদ্ধার বাঁকুড়ায়। ব্যাগভর্তি বোমা সহ দুটি গাড়িকে আটক করল ইন্দাস থানার পুলিশ । দুটি গাড়ির চালক সহ আটক মোট আট জন ।
পঞ্চায়েত ভোটের আগে আবারও তাজা বোমা উদ্ধার বাঁকুড়ায়। ব্যাগভর্তি বোমা সহ দুটি গাড়িকে আটক করল ইন্দাস থানার পুলিশ । দুটি গাড়ির চালক সহ আটক মোট আট জন । পুলিশের দাবি ওই গাড়িগুলির একটিতে বিজেপির দলীয় পতাকা নিয়ে এক যাত্রী সওয়ার ছিল। বিজেপির দাবি, বিজেপি প্রার্থীরা মনোনয়ন জমা দিতে ইন্দাসের বিডিও অফিসে যাচ্ছিলেন। সেই সময় চক্রান্ত করে তৃণমূল গাড়িগুলিকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। তৃণমূল এই ঘটনার কড়া সমালোচনা করেছে।