
Bankura : পুতুলের কাপড় দেওয়ার লোভ দেখিয়ে বালিকা ধর্ষণ, গ্রেফতার ৫৭ বছর বয়সি দর্জি
Bankura Latest News : পুতুলের জন্য এক টুকরো কাপড় চাইতে গিয়ে বাঁকুড়ায় ৫৭ বছর বয়সি এক দর্জির লালসার শিকার হলো ৭ বছরের এক বালিকা। এই বর্বরোচিত ঘটনায় অভিযুক্ত দর্জিকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতকে সোমবার বাঁকুড়া জেলা আদালতে হাজির করানো হয়।
Bankura Latest News : বালিকার পরিবার ও স্থানীয় সূত্রে খবর, রবিবার দুপুরে পুতুল খেলার সময় তার পুতুলের জন্য পোশাক বানাতে চেয়ে মেয়েটি পাড়ার ওই দর্জির দোকানে যায়। অভিযোগ, প্রচুর কাপড়ের টুকরো দেওয়ার লোভ দেখিয়ে দর্জি মেয়েটিকে দোকানে ডেকে শাটার বন্ধ করে দেয় এবং সেখানেই তাকে ধর্ষণ করে। পরে অভিযুক্ত দোকানের শাটার খুললে স্থানীয়রা মেয়েটিকে বিবস্ত্র অবস্থায় দেখে সন্দেহ করেন এবং তার পরিবারকে খবর দেন। এরপরই বালিকার পরিবার পুলিশের দ্বারস্থ হয়ে ওই দর্জির বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। পুলিশ সূত্রে খবর, ধৃত দর্জির বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৬৫(২) এবং পকসো আইনের ৪/৬ ধারায় মামলা রুজু করা হয়েছে। বালিকার বাবা অভিযুক্ত দর্জির কঠোরতম শাস্তির দাবি করেছেন।