
Chiranjeet Chakraborty : তৃণমূলের প্রার্থী হয়ে ভোটে জিতে জনপ্রিয়তা কমেছে চিরঞ্জিতের! নিজেই বললেন বিধায়ক
Chiranjeet Chakraborty : বারাসাতের বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী নবান্ন চলো অভিযানে নির্যাতিতার মা আহত হওয়ায় মর্মাহত প্রকাশ করেন। তিনি অভিযোগ করেন, অভিযানে সঠিক প্রটেকশন দেওয়া হয়নি। ২০২৬-এর নির্বাচনে দাঁড়ানোর ইচ্ছা নেই বলেও জানান বিধায়ক।
Chiranjeet Chakraborty : বারাসাতের বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী নবান্ন চলো অভিযানে নির্যাতিতার মা আহত হওয়ায় মর্মাহত প্রকাশ করেন। তিনি অভিযোগ করেন, অভিযানে সঠিক প্রটেকশন দেওয়া হয়নি এবং ঘটনায় সিবিআইয়ের তদন্তে গাফিলতি রয়েছে। চিরঞ্জিত দাবি করেন, প্লেস অফ অকারেন্সে কোনো তদন্তই করেনি সিবিআই। বারাসাতের উপর দিয়ে যাওয়া NH-12 ও NH-112-এর বেহাল অবস্থার জন্য কেন্দ্রকে দায়ী করে তিনি জানান, একাধিকবার অভিযোগ জানালেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ২০২৬-এর নির্বাচনে দাঁড়ানোর ইচ্ছা নেই বলেও জানান বিধায়ক। শুভেন্দু অধিকারীর সঙ্গে ব্যক্তিগত বন্ধুত্বের কথা স্বীকার করলেও রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থাকবে বলে জানান তিনি। বারাসাতের তৃণমূল প্রার্থী নিয়ে জল্পনা চললেও চিরঞ্জিত স্পষ্ট করেছেন, শেষ সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।