'পুলিশ কি করছে' ক্ষোভে ফুঁসছে ব্যারাকপুর, ২২ ঘণ্টা পার এখনও অধরা দুষ্কৃতীরা

ব্যারাকপুরে একের পর এক দুষ্কৃতী তাণ্ডব! ২২ ঘণ্টা পার এখনও অধরা ডাকাতরা। অন্ধকারে টিটাগড় থানার পুলিশ। দুষ্কৃতী দৌরাত্ম্যে গর্জে উঠলেন এলাকার মানুষ। তলানিতে নেমেছে ব্যারাকপুরের আইনশৃঙ্খলা, দাবী এলাকাবাসীর।

Share this Video

ব্যারাকপুরে একের পর এক দুষ্কৃতী তাণ্ডব! ২২ ঘণ্টা পার এখনও অধরা ডাকাতরা। অন্ধকারে টিটাগড় থানার পুলিশ। দুষ্কৃতী দৌরাত্ম্যে গর্জে উঠলেন এলাকার মানুষ। তলানিতে নেমেছে ব্যারাকপুরের আইনশৃঙ্খলা, দাবী এলাকাবাসীর। ডাকাতিতে বাধা দিতেই স্বর্ণ ব্যবসায়ীর ছেলেকে গুলি। অভিযোগ, পুলিশি গাফিলতিতেই দুষ্কৃতীদের বাড়-বাড়ন্ত। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ক্ষমতা নিয়ে উঠছে প্রশ্ন।

Related Video