RG Kar Protest: অভয়া কাণ্ডের বিচারের দাবিতে এবার রাস্তায় নামলেন বাউল ও ভক্তিগীতি শিল্পীরা

অভয়া কাণ্ডের জের ছড়িয়েছে সারা দেশে। আমজনতা থেকে সিনেমার কলাকুশলীরা, সবাই রাস্তায় নেমেছেন সুবিচারের আশায়। এবার থেমে থাকলেন না কীর্তন বাউল ও ভক্তিগীতি শিল্পী সংসদও। গোটা ভারত থেকে আসা বাউল-ভক্তিগীতি শিল্পীরা হাওড়া স্টেশনে জমায়েত হয়েছেন। 

Share this Video

অভয়া কাণ্ডের জের ছড়িয়েছে সারা দেশে। আমজনতা থেকে সিনেমার কলাকুশলীরা, সবাই রাস্তায় নেমেছেন সুবিচারের আশায়। এবার থেমে থাকলেন না কীর্তন বাউল ও ভক্তিগীতি শিল্পী সংসদও। গোটা ভারত থেকে আসা বাউল ও ভক্তিগীতি শিল্পীরা হাওড়া স্টেশনে জমায়েত হয়েছেন। গন্তব্যস্থান ধর্মতলা। এরপর হাওড়া ব্রিজ হয়ে পায়ে হেঁটে ধর্মতলা গান্ধী মূর্তির পাদদেশে গিয়ে শেষ হবে এই মহামিছিল। সুত্রের খবর, শিয়ালদা থেকেও এই মিছিল হবে বলে জানা গিয়েছে।

Related Video