- Home
- West Bengal
- West Bengal News
- সুকান্ত মজুমদারের পরবর্তী কে? বঙ্গ বিজেপি সভাপতি নির্বাচন প্রক্রিয়া শুরু- জুন মাসেই জানা যাবে ফলফল
সুকান্ত মজুমদারের পরবর্তী কে? বঙ্গ বিজেপি সভাপতি নির্বাচন প্রক্রিয়া শুরু- জুন মাসেই জানা যাবে ফলফল
Bengal BJP President Election: বিজেপির সাংগঠনির নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত নেতা সব জেলা থেকে প্রদেশ পরিষদের সদস্যদের নাম চেয়ে পাঠিয়েছে। যাতেই আবারও আলোচনার কেন্দ্র রয়েছে বঙ্গ বিজেপির সভাপতি নির্বাচন। যাতেই জল্পনা শুরু হয়েছে সভাপতি নির্বাচন নিয়ে।

বঙ্গ বিজেপির সভাপতি নির্বাচন
যদিও কোনও ঘোষণা এখনও হয়নি। কিন্তু বঙ্গ বিজেপির অন্দরের যে চাঞ্চল্য তৈরি হয়েছে তাতেই অনেকেই মনে করছেন বঙ্গ বিজেপি সভাপতি নির্বাচনের প্রক্রিয়া আবারও শুরু হয়েছে।
প্রদেশ সদস্যদের নাম
সাংগঠনির নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত নেতা সব জেলা থেকে প্রদেশ পরিষদের সদস্যদের নাম চেয়ে পাঠিয়েছে। যাতেই আবারও আলোচনার কেন্দ্র রয়েছে বঙ্গ বিজেপির সভাপতি নির্বাচন
তালিকা প্রকাশ
প্রদেশ পরিষদ সদস্যদের তালিকা প্রকাশ্যে আনার ক্ষেত্রেও বিরল স্বচ্ছতা দেখাতে মরিয়া চেষ্টা করছে বঙ্গ বিজেপি।
বিজেপি সূত্রের খবর
বিজেপি সূত্রের খবর জুন মাসের শেষ সপ্তাহের মধ্যেই বিজেপির জাতীয় সভাপতি নির্বাচন সেরে ফেলা হবে। চতুর্থ সপ্তাহে সভাপতি নির্বাচন হওয়ার কথা রয়েছে।
জুন মাসেই বদল
সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা জুন মাসেই বদলে যেতে পারেন। তার পরিবর্তে নতুন করে নতুন কাউকে নিয়োগ করা হবে। কারণ বিজেপি এক ব্যক্তি এক পদ নীতেই বিশ্বাসী। জেপি নাড্ডা বর্তমানে কেন্দ্রীয় মন্ত্রী।
সুকান্ত মজুমদারের উত্তরসুরী
অন্যদিকে সুকান্ত মজুমদারও কেন্দ্রের মন্ত্রী। বর্তমানে রাজ্য বিজেপির সভাপতির দায়িত্ব সামলাচ্ছেন। সেটা অতিরিক্ত। তাই সুকান্তের উত্তরসুরী বাছার কাজও শুরু হয়েছে বলে বিজেপি সূত্রের খবর।
সুকান্তের উত্তরসূরী কে?
তবে এখনও স্পষ্ট নয় সুকান্ত মজুমজারের উত্তরসূরী কে- তা স্পষ্ট করে জানানয়নি বিজেপির রাজ্য নেতারা। বিজেপিতে সাংগঠনিক কাঠামোয় বদল আনতে হলে বা দলের গঠনতন্ত্রে কোনও পরিবর্তন ঘটাতে গেলে প্রদেশ পরিষদ এবং জাতীয় পরিষদ অপরিহার্য। সভাপতি নির্বাচনের ক্ষেত্রেও ভোটদানের অধিকার শুধু এই দুই পরিষদের সদস্যদের।
লোকসভা কেন্দ্রের প্রতিনিধি
দেশের প্রত্যেক লোকসভা কেন্দ্র থেকে একজন করে প্রতিনিধি থাকেন জাতীয় পরিষদে। তারই সর্বভারতীয় সভাপতির নাম চূড়ান্ত করেন। আর প্রত্যেক বিধানসভা কেন্দ্রের প্রতিনিধিরা থাকেন প্রদেশ পরিষদে। এরা রাজ্য সভাপতির নাম নির্বাচন করেন।
সভাপতির তালিকা
তবে কে হবে সভাপতি? সেই তালিকায় কার কার নাম রয়েছে? তা এখনও স্পষ্ট করেনি বিজেপি।
আগামী বছর ভোট
আগামী বছর বিধানসভা নির্বাচন। বিজেপি একটি সূত্রের খবর, বিধানসভা ভোটের আগে দলের সাংগঠনিক বা সভাপতি পরিবর্তন করা কতটা যুক্তিযুক্ত হবে তা নিয়ে প্রশ্ন উঠেছে।
জুনের প্রথম সপ্তাহ
জুন মাসের প্রথম সপ্তাহের মধ্যেই প্রদেশ পরিষদ সদস্যদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করে দিতে পারে বিজেপি। প্রদেশ পরিষদের সদস্যরাই সভাপতির নামের চূড়ান্ত করার অধিকারী।
ঐক্যমত নেই
বিজেপি সূত্রের খবর সুকান্ত মজুমদারের বিকল্প কে হতে পারেন তা নিয়ে বঙ্গ বিজেপির নেতাদের মধ্যে ঐক্যমত হওয়ার সম্ভাবনা খুব কম - তাও স্পষ্ট করে দিয়েছে বিজেপির একটি সূত্র।

