
Suvendu vs Abhishek : 'তুমি দাদা থেকে দাদু হবে...', অভিষেককে পাল্টা জবাবে ধুয়ে দিলেন শুভেন্দু
Suvendu vs Abhishek : 'আমি না থাকলে, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হতে পারতেন না'। বিস্ফোরক মন্তব্য করেছিলেন শুভেন্দু অধিকারী। সাতগাছিয়ার মঞ্চ থেকে পাল্টা জবাব দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
Suvendu vs Abhishek : 'আমি না থাকলে, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হতে পারতেন না'। বিস্ফোরক মন্তব্য করেছিলেন শুভেন্দু অধিকারী। সাতগাছিয়ার মঞ্চ থেকে পাল্টা জবাব দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 'মমতা বন্দ্যোপাধ্যায় নিজের দমে মুখ্যমন্ত্রী হয়েছেন'। 'তুমি দাদা থেকে... দাদু হয়ে যাবে'। 'তৃণমূল কংগ্রেসকে বাংলা থেকে সরাতে পারবেনা'। ফের পাল্টা জবাব দিয়েছেন শুভেন্দু। 'ও ব্যাটা, এসেছে ২০১১ সালে জিতিয়ে দেওয়ার পর'। 'সিপিএমের সঙ্গে লড়াইতে ও কোথায় ছিল!' 'ওর পিসি, মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি হারিয়েছি আমি'। '২০২৬-এর এপ্রিল মাসের পর ও কোথায় যাবে দেখবে'। বিস্ফোরক মন্তব্য শুভেন্দুর