সংক্ষিপ্ত
রাজ্যের বিভিন্ন অংশের মানুষের কথা ভেবে বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের কথা ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ সরকার। এর অন্যতম কর্মসংস্থানের জন্য তরুণ-তরুণীদের ঋণ দান। এই প্রকল্প অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে।
ভবিষ্যতের জন্য ঋণ। এটাই এখন পশ্চিমবঙ্গের অনেক তরুণ-তরুণীর আগামী দিনের পথ চলার পুঁজি। রাজ্য সরকারের প্রকল্প 'ভবিষ্যৎ ক্রেডিট কার্ডে' আবেদন করে ঋণ নিয়ে স্বনির্ভর হওয়ার চেষ্টা করছে তরুণ প্রজন্ম। ২০২৩ সালের ১ এপ্রিল এই প্রকল্পে ঋণ দেওয়া শুরু হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনা অনুযায়ী, এই প্রকল্পে রাজ্যের ১৮ থেকে ৫৫ বছর বয়সি ব্যক্তিদের সহজ শর্তে জামানতমুক্ত এবং ভর্তুকিযুক্ত ঋণ দেওয়া হচ্ছে। এই প্রকল্প অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে। নবান্ন সূত্রে খবর, ইতিমধ্যেই এই প্রকল্পে আবেদনকারীদের মোট ৮০০ কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে। আরও অনেকেই এই প্রকল্পের মাধ্যমে ঋণ নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছেন। ফলে কিছুদিনের মধ্যেই অনুমোদিত ঋণ দানের পরিমাণ ১,০০০ কোটি টাকা ছাপিয়ে যাবে বলে মনে করছে রাজ্য সরকার।
কর্মসংস্থান সৃষ্টিই লক্ষ্য
রাজ্য সরকারের উদ্যোগে সম্প্রতি রাজ্যের প্রতিটি ব্লকে 'শিল্পের সমাধানে' শিবির আয়োজন করা হয়েছিল। এই শিবির শেষ হয়েছে শনিবার। প্রায় এক মাস ধরে চলেছে এই শিবির। ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প দফতর সূত্রে খবর, রাজ্যজুড়ে চলা এই শিবিরের মাধ্যমে প্রায় দেড় লক্ষ তরুণ-তরুণী 'ভবিষ্যৎ ক্রেডিট কার্ড' প্রকল্পে ঋণ নেওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন। এই প্রকল্পে ঋণ পাওয়া সহজ বলে বিভিন্ন বয়সের মানুষই স্বনির্ভরতার লক্ষ্যে আগ্রহ দেখাচ্ছেন। 'শিল্পের সমাধানে' শিবিরে ঋণ নেওয়ার জন্য প্রায় ৪০,০০০ আবেদন জমা পড়েছে। ব্যাঙ্কের মাধ্যমে সেই আবেদনগুলি যাচাইয়ের প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে। ফলে কিছুদিনের মধ্যেই আবেদনকারীদের ঋণ অনুমোদন হয়ে যাবে বলে আশা করা হচ্ছে।
স্বনির্ভর হওয়ার লক্ষ্যে তরুণ প্রজন্ম
বিভিন্ন কারণে চাকরির প্রতি আগ্রহ হারিয়ে ফেলছেন তরুণ-যুবকদের একাংশ। তাঁরা স্বনির্ভর হওয়ার চেষ্টা করছেন। তবে অনেকেরই পুঁজির সমস্যা আছে। এই পরিস্থিতিতে কাজে লাগছে রাজ্য সরকারের প্রকল্প।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
DA: নতুন বছরই মালামাল সরকারি কর্মীরা, জানুয়ারি থেকেই ৩% মহার্ঘ ভাতা বৃদ্ধির রিপোর্টে জল্পনা তুঙ্গে
জানুয়ারি থেকে ATM থেকেই তোলা যাবে EPF-এ জমানো টাকা? ২০২৫ থেকে নতুন নিয়ম লাগু
সেভিংস অ্যাকাউন্টে কত টাকা রাখলে দিতে হবে মোটা টাকা ট্যাক্স? নতুন নিয়ম ঘাড়ে চাপাল কেন্দ্র!